পপুলার২৪নিউজ ডেস্ক:
স্বাধীনতা দিবসের ভাষণে নতুন ভারত নিয়ে স্বপ্নের কথা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ধর্মের অজুহাতে সহিংসতা মেনে নেওয়া হবে না।
মঙ্গলবারের ভাষণে মোদী গরু পাচার বা মাংস খাওয়াকে কেন্দ্র করে দেশজুড়ে বিভিন্ন সময়ে সংঘটিত সহিংসতার বিষয়ে ফের হুঁশিয়ারি উচ্চারণ করেন বলে এনডিটিভি জানিয়েছে।
“এক বিশ্বাসের নামে যেসব সহিংসতার ঘটনা ঘটছে তাতে আনন্দিত হওয়ার কিছু নেই; ভারতে এটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”
শান্তি, একতা ও সৌহার্দ্য জাতি বিকাশে গুরুত্বপূর্ণ মন্তব্য করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, “বর্ণবাদ এবং সাম্প্রদায়িকতা কথনোই দেশ বা এর জনগণের উপকারে আসবে না; এগুলো কখনোই সমর্থন পাবে না।”
৭৫ বছর আগে ভারত থেকে ব্রিটিশদের চলে যাওয়ার দাবি জানিয়ে শুরু হওয়া ‘ভারত ছাড়’ আন্দোলনের কথাও স্মরণ করেন মোদী; বলেন, “তখনকার স্লোগান ছিল ভারত ছাড়ো, আর এখনকার স্লোগান ভারত জোড়ো (ভারতকে এক করো)।”
এনডিটিভি জানায়, এর আগেও গো-রক্ষা নিয়ে দেশজুড়ে ছড়িয়ে পড়া সহিংসতার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী।
যদিও মোদী এবং তার দল বিজেপি সহিংসতাকারীদের ‘পরোক্ষভাবে উসকে দিচ্ছে’ বলে কংগ্রেসসহ অন্যান্য বিরোধীদল অভিযোগ করেছে।
সম্প্রতি শেষ হওয়া পার্লামেন্টের বর্ষা অধিবেশনের এক পর্যায়ে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে বিজেপির উদ্দেশ্যে বলেন, “এটা হিন্দুস্তান, একে হিন্দুস্তানই রাখুন, দুস্কৃতিকারীদের স্থানে পরিণত করবেন না। আমি বলছি না তারা সরাসরি এটা করাচ্ছে, কিন্তু সরকার পরোক্ষভাবে বিজেপি সংশ্লিষ্ট সংগঠন ভিএইচপি, বজরং দল এবং গো-রক্ষকদের উৎসাহ দিচ্ছে।”
এ বিষয়ে পার্লামেন্টের দুই কক্ষেই সরকারের সঙ্গে বিরোধীদের তীব্র বাদানুবাদ হয়েছে বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।
এক পর্যায়ে শীর্ষ বিজেপি নেতা ও অর্থমন্ত্রী অরুন জেটলি গরু নিয়ে সহিংসতাকারীদের ছাড় দেওয়া হবে না বলে রাজ্যসভায় জানান।