নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
ধর্মপাশায় বজলুর রশিদ চৌধুরী ও হুমায়ূন কবির নামের দুইজন শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের হাজিরা খাতায় অগ্রিম স্বাক্ষর দেওয়ার অভিযোগ উঠেছে। তাঁরা উপজেলার সেলবরষ ইউনিয়নের বীর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক।
জানা যায়, এ বিদ্যালয়ের সহকারি শিক্ষক হুমায়ূন কবির গত রোববার ও বজলুর রশিদ চৌধুরী সোমবার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের চোখকে ফাঁকি দিয়ে হাজিরা খাতায় আগামী ২১ তারিখ পর্যন্ত অগ্রিম স্বাক্ষর করেছেন। সোমবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যালয়ে সরেজমিনে পরিদর্শনে গিয়ে শিক্ষকের হাজিরা খাতায় অগ্রিম স্বাক্ষরের সত্যতা পেয়েছেন।
অগ্রিম স্বাক্ষর দেওয়ার কথা স্বীকার করে অভিযুক্ত শিক্ষক বজলুর রশিদ চৌধুরী বলেন, বিভাগীয়ভাবে যে ব্যবস্থা নেওয়া হবে নেওয়া হউক।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ারা বেগম বলেন, আমি ক্লাসে ছিলাম। এই সুযোগে তাঁরা (ওই শিক্ষকেরা) হাজিরা খাতায় ২১ তারিখ পর্যন্ত অগ্রিম স্বাক্ষর করেছেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. লূৎফুর রহমান উজ্জ্বল বলেন, এই দুই শিক্ষক নিয়মিত বিদ্যালয়ে আসেন না। দুইজন শিক্ষক হাজিরা খাতায় আগামী ২১ তারিখ পর্যন্ত অগ্রিম স্বাক্ষর করায় তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন বলেন, হাজিরা খাতায় অগ্রিম স্বাক্ষর দেওয়ায় অভিযুক্ত দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।