ধর্মঘটে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তিন মামলা

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
পরিবহন ধর্মঘটের নামে অরাজকতা, গাবতলীতে পরিবহন শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তিনটি মামলা হয়েছে। গতরাতে রাজধানীর দারুসসালাম থানায় করা তিন মামলার দুটিতে পুলিশ ও একটিতে শ্রমিকদের হামলার শিকার একজন পথচারী বাদী হয়েছেন।

দারুস সালাম থানার ওসি সেলিমুজ্জামান জানান, মামলায় গাবতলীর শ্রমিক নেতা তাজুল ও আহমদসহ ৪৬ জনের নাম উল্লেখ করে প্রায় হাজার লোককে আসামি করা হয়েছে। আসামিদের বেশির ভাগই শ্রমিকনেতা। তিনি জানান, মামলায় পরিবহন ধর্মঘটের নামে অরাজকতা, পুলিশের কাজে বাধা, হামলা-ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাশিয়ার সঙ্গে ট্রাম্পের যোগসাজশ নিয়ে তদন্ত
পরবর্তী নিবন্ধখালেদার আত্মপক্ষ সমর্থন ৯ মার্চ