পপুলার২৪নিউজ প্রতিবেদক:
পরিবহন ধর্মঘটের নামে অরাজকতা, গাবতলীতে পরিবহন শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তিনটি মামলা হয়েছে। গতরাতে রাজধানীর দারুসসালাম থানায় করা তিন মামলার দুটিতে পুলিশ ও একটিতে শ্রমিকদের হামলার শিকার একজন পথচারী বাদী হয়েছেন।
দারুস সালাম থানার ওসী সেলিমুজ্জামান জানান, মামলায় গাবতলীর শ্রমিক নেতা তাজুল ও আহমদসহ ৪৬ জনের নাম উল্লেখ করে প্রায় হাজার লোককে আসামী করা হয়েছে। আসামীদের বেশীরভাগই শ্রমিক নেতা।
তিনি জানান, মামলায় পরিবহন ধর্মঘটের নামে অরাজকতা, পুলিশের কাজে বাধা, হামলা ভাংচুরসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।