ক্রিকেটের কিংবদন্তিদের তালিকায় অন্যতম শহীদ আফ্রিদি। যতদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন, ততদিনই নতুন নতুন রেকর্ড গড়েছেন পাকিস্তানের এ খ্যাতিমান তারকা। ক্রিকেট থেকে অবসরে যাওয়া আফ্রিদির অবর্তমানে বিশ্বকে তাক লাগিয়ে দিতে প্রস্তুত হচ্ছেন মোহাম্মদ ইরফান আফ্রিদি।
পাকিস্তানে জন্ম নেয়া ইরফান আফ্রিদি উগান্ডার হয়ে মাত্র ১৪ বলে ৫০ রানের ইনিংস খেলেন, যা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সহযোগী সদস্য দেশগুলোর বিবেচনায় দ্রুততম ফিফটি।
উগান্ডার সংবাদমাধ্যম মনিটরিং জানায়, উগান্ডার এ খেলোয়াড় গত বুধবার আইসিসির ওয়ার্ল্ড ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের চতুর্থ খেলায় কুয়ালালামপুরে ভানুয়াতুর (দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের একটি অঞ্চল) বিপক্ষে ১৭ বলে ৫১ রান করেন ইরফান আফ্রিদি। এদিন মাত্র ১৪ বলে ফিফটি তুলে নেন শহীদ আফ্রিদির ভাজিতা।
আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ফিফটির মালিক ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং। ২০০৭ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে মাত্র ১২ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড গড়েন তিনি।
সংবাদমাধ্যমটি জানায়, আফ্রিদি সত্যিকারের একজন অলরাউন্ডার। তিনি কয়েক দিন আগে ১০ ওভারে মাত্র ২৩ রান খরচায় ৬ উইকেট শিকার করেন। যেটি তার ক্রিকেট ক্যারিয়ারে সেরা বোলিং স্পেল।