দ্রব্যমূল্য বৃদ্ধির দায়ে নাজিরহাটে ব্যবসায়ীকে ১ লক্ষ ৫৫ হাজার জরিমানা 

আলমগীর নিশান :

ফটিকছড়ির নাজিরহাটে করোনা ভাইরাসকে পুজি করে কৃত্রিম সংকট দেখিয়ে অসাধু ব্যবসায়ীরা চাউল, পেয়াজ, রসুনসহ বিভিন্ন দ্রব্যের মূল্য বৃদ্ধি করে ক্রেতাদের নিকট বিক্রয়ের অপরাধে চাউল ও পেয়াজ ব্যবসায়ী ৮ জনকে নগদ ১ লক্ষ ৫৫ হাজার টাকা জরিমান করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সায়েদুল আরেফিন।

এ সময় তিনি অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, যে সকল ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরী করে দ্রব্যমূল্য বৃদ্ধি করবে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এছাড়াও হোম কোয়ারেন্টাইন না মানায় ফটিকছড়ির লেলাং ইউনিয়নে ৩ প্রবাসীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

পূর্ববর্তী নিবন্ধসংসদের বিশেষ অধিবেশন স্থগিত
পরবর্তী নিবন্ধসরকারি-বেসরকারি কোম্পানিকে পুঁজিবাজারে আনতে হবে: মির্জা আজিজ