‘দ্য লাস্ট ট্রেন’র বনলতা মেহজাবিন

পপুলার২৪নিউজ ডেস্ক:
চিত্রনায়ক ফেরদৌসের গল্প ভাবনা নিয়ে আবীর খানের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘দ্য লাস্ট ট্রেন’।

এতে বনলতা চরিত্রে অভিনয় করেছেন এ সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। এর আগেও চিত্রনায়ক ফেরদৌসের গল্প ভাবনা নিয়ে আবীর খান পূর্ণিমাকে নিয়ে নাটক নির্মাণ করেছিলেন।

কিন্তু এবারের গল্পে ফেরদৌস নাটকটি লেখার সময় তার ভাবনায় বনলতা চরিত্রে মেহজাবিনকে ভেবেই লিখেছেন। যে কারণে তাকে নিয়েই এবারের ঈদের জন্য আবীর খান নির্মাণ করেছেন ‘দ্য লাস্ট ট্রেন’ নাটকটি।

নাটকের গল্প প্রসঙ্গে আবীর খান বলেন, ‘আত্মহত্যাই সব সমস্যার সমাধানের পথ নয়। বরং সমস্যাকে দূর করে নতুন করে নিজেকে আবিষ্কার করার চ্যালেঞ্জই হচ্ছে জীবন। বনলতা ঠিক তেমনই এক জীবন খুঁজে পায়। আর এই নিয়েই নাটকের গল্প।’

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মেহজাবিন বলেন, ‘ফেরদৌস ভাইয়ের গল্পে কাজ করেছি। তাই কাজটির প্রতি অন্যরকম ভালোলাগা ছিল। বনলতা চরিত্র, নাটকের গল্প, নির্দেশকের সঙ্গে প্রথম কাজ সবমিলিয়ে বেশ গোছানো একটি ইউনিটের সঙ্গে কাজ করেছি। ঈদের অনেক নাটকের মাঝে এ নাটকটিও একটি ভালো কাজ হিসেবে দর্শকদের কাছে প্রশংসিত হবে বলে আমার বিশ্বাস।’

নাটকটি আজ রাত ১১টায় বাংলাভিশনে প্রচার হবে।

পূর্ববর্তী নিবন্ধইয়েমেনে যুদ্ধবিরতি ও সৌদির কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান করবিনের
পরবর্তী নিবন্ধবাঁধনের কনফিডেন্স