দ্বিতীয় বিশ্বযুদ্ধের তাজা বোমা উদ্ধার!

 পপুলার২৪নিউজ ডেস্ক :
দ্বিতীয় বিশ্বযুদ্ধের তাজা বোমা উদ্ধার!

জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা পাওয়া গেছে। জার্মানির লুদউইগসাফেন শহরে পাওয়া বোমাটির ওজন ৫০০ কেজি (১১০০ পাউন্ড)। বোমাটি দীর্ঘ আট দশক তাজা ছিল।

ধারণা করা হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন সেনারা বোমাটি নিক্ষেপ করেছিল। গত সপ্তাহে শহরের একটি নির্মাণ কাজের জায়গায় এর সন্ধান মেলে। এরপর বোমা উদ্ধারের জায়গা থেকে চারপাশে এক হাজার মিটার দূরবর্তী অঞ্চলে থাকা মানুষদের বাড়িঘর ত্যাগের নির্দেশ দেয় কর্তৃপক্ষ। লুদউইগসাফেন শহর কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল টুইটার বার্তায় বিষয়টি নিশ্চিত করে।

এটাই প্রথম নয়, এর আগেও জাপান, ফ্রান্স, জার্মানিসহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একাধিক বোমা উদ্ধার করা হয়েছে। গত বছর জার্মানির ফ্রাঙ্কফুর্টে ‘ব্লকবাস্টার’ নামে ১৪০০ টন ওজনের একটি বোমা উদ্ধার করা হয়েছিল। সূত্র : এনডিটিভি।

পূর্ববর্তী নিবন্ধমোসাদ্দেক ইস্যুতে বিসিবির বক্তব্য
পরবর্তী নিবন্ধপ্রথম ফিরতি হজ ফ্লাইটে ফিরলেন ৪১৯ হাজি