দ্বিতীয় দিনে ‘অপারেশন সান ডেভিল’, জীবিত কেউ নেই

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
রাজশাহীর গোদাগাড়ীর বেনিপুরে জঙ্গি আস্তানায় দ্বিতীয় দিনের মতো অভিযান ‘সান ডেভিল’ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।শুক্রবার সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে বোম ডিজপোজাল ইউনিটের সদস্যরা আসার পর এই অভিযান শুরু হয়।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে প্রথম দিনের মতো অভিযান স্থগিত ঘোষণা করা হয়।

দ্বিতীয় দিন অভিযানের আগে বাড়িটির আশপাশের এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়। এক বর্গকিলোমিটার এলাকাতে ১৪৪ ধারা বহাল রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য দ্বিতীয় দিনের অভিযানে অংশ নিয়েছেন।

এদিকে, দ্বিতীয় দিনের অভিযানের শুরুতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়িটি লক্ষ্য করে গুলি করে।

তবে বিপরীত দিক থেকে কোনো সাড়া না পেয়ে বাড়িটিতে প্রবেশ করে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা।

এদিকে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী এক খুদেবার্তায় জানিয়েছেন, বাড়িটিতে চারটি ঘর রয়েছে। সেখানে আর কাউকে জীবিত পাওয়া যায়নি।

এখন বাড়িটিতে বিস্ফোরক মজুদ আছে কিনা তা দেখা হচ্ছে বলেও জানান তিনি।

অন্যদিকে, বৃহস্পতিবার অভিযানে নিহত পাঁচ জঙ্গির লাশ শুক্রবার সকালেও আগের অবস্থানেই পড়ে থাকতে দেখা গেছে।

অপারেশানস্থলে দুটি অ্যাম্বুলেন্স অবস্থান করছে। ধারণা করা হচ্ছে, লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

পূর্ববর্তী নিবন্ধআটকে গেছে মিশা-জায়েদের শপথ
পরবর্তী নিবন্ধছাত্রী ধর্ষণ : ডিবি কার্যালয়ে সাফাত-সাদমান