বৃষ্টিতে পণ্ড হয়েছিল প্রথম দিনের খেলা। ফলে দ্বিতীয় দিন আধ ঘণ্টা আগে টস হওয়ার কথা ছিল। তবে বৃষ্টি বাগড়ায় তা সম্ভব হয়নি। এক বলও মাঠে গড়ায়নি। সেকেন্ড ডে’র খেলাও চলে গেল বৃষ্টি পেটে। বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টের প্রথম দুই দিনের খেলাই বৃষ্টিতে ভেসে গেল।
আগের দিন টানা বৃষ্টি হয়েছে। শুক্রবার অঝোর ধারায় কেঁদেছে ওয়েলিংটনের আকাশ। তবে শনিবার থেমে থেমে বৃষ্টি হয়েছে। কয়েকবার মাঠ পরিদর্শন করেছেন আম্পায়াররা। প্রথম দিন হোটেলবন্দী থাকলেও পরের দিন মাঠে এসেছিলেন ক্রিকেটাররা। মাঠ শুকানোর কাজও চলেছে। তবে খেলা শুরুর সম্ভাবনার মধ্যে আবার বৃষ্টি নামে। সারাদিন আশা নিয়ে বসে থেকে বিকেল সাড়ে ৪টায় খেলার ইতি টানেন আম্পায়াররা।
এদিন সরানো হয়েছিল মাঠ ও উইকেটের কাভার। ফলে প্রথমবার দেখা গেছে ওয়েলিংটন টেস্টের উইকেটের চেহারা। সম্পূর্ণ সবুজ ঘাসে ঢাকা। বাংলাদেশের জন্য এ বার্তা মোটেও সুখকর নয়। হ্যামিল্টনের চেয়ে এখানকার সবুজাভ উইকেটে ব্যাট করা কঠিন হবে টাইগারদের জন্য।
এ নিয়ে দ্বিতীয় টেস্ট কার্যত তিন দিনের ম্যাচে পরিণত হলো। মাঠ উপযোগী হলে খেলা শুরু হবে নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে। ফলোঅন নির্ধারিত হবে দেড়শ রানের ব্যবধানে।
সফরে নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারছে না বাংলাদেশ। ওয়ানডে সিরিজে ধোলাই হওয়ার পর প্রথম টেস্টেও একদিন বাকি থাকতে ইনিংস ও ৫২ রানে হেরেছে টাইগাররা। এ হতাশার সঙ্গে ভোগাচ্ছে ইনজুরি সমস্যা। দলের অভিজ্ঞ বেশ ক’জন ক্রিকেটার চোটাক্রান্ত।
তিন ম্যাচ টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে নিউজিল্যান্ড। শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৪টায় ওয়েলিংটনে গড়ানোর কথা ছিল দ্বিতীয় টেস্ট। এ টেস্টে ঘুরে দাঁড়াতে চান সফরকারীরা।