দোয়ারায় সড়ক নির্মাণের শুরুতেই অনিয়ম

নুর উদ্দিন, সুনামগঞ্জ :

দোয়ারাবাজার থেকে বালিউড়া পর্যন্ত প্রায় সাড়ে দশ কিলোমিটার ভাঙাচোরা সড়ক পূর্ণনির্মাণ কাজের শুরুতেই অনিয়মের অভিযোগ ওঠেছে। লাখো মানুষের চলাচলের জনগরুত্বপূর্ণ এ সড়কের গার্ডওয়াল নির্মাণের সময় নানা অনিয়ম করায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।
জানা যায়, দোয়ারাবাজার থেকে ব্রিটিশ পয়েন্ট হয়ে বালিউড়া পর্যন্ত প্রায় সাড়ে দশ কিলোমিটার সড়ক অনেকদিন ধরেই ভাঙাচোরা। সুনামগঞ্জ এলজিইডি প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে এই সড়কের কাজ শুরু করেছে। যৌথভাবে এই সড়কের কাজ করছে ঢাকার সালেহ-ইসলাম নামের ঠিকাদারী প্রতিষ্ঠান।
স্থানীয় একাধিক ব্যক্তি বললেন, সড়কের তদারকির দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী দিনে একবারও আসেন না। ঠিকাদারের লোকজন ইচ্ছা মাফিক অনিয়ম করছে।
দোয়ারাবাজার সদর ইউনিয়নের ইউপি সদস্য আবেদ আলী বলেন, ঢালাইয়ের উপর মাটিসহ ময়লা আবর্জনা না সরিয়েই ইটের গাথুনি লাগানো হচ্ছে। এসব দেখতেও কেউ আসে না।
দোয়ারাবাজার উপজেলার সহকারী প্রকৌশলী হরজিৎ সরকার বলেন, দোয়ারা- বালিউড়া সড়কের কাজে কিছু অনিয়ম হচ্ছে বলে অভিযোগ শুনেছি। আমরা এগুলো যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

পূর্ববর্তী নিবন্ধনতুন মন্ত্রিপরিষদে শপথের আমন্ত্রণ পেলেন যারা
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে ইমামের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার