দোয়ারায় সরিষার বাম্পার ফলনের আশায় কৃষক

নুর উদ্দিন, সুনামগঞ্জ :

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সরিষা ফুলের হলুদ হাসিতে রঙিন হয়ে উঠেছে ফসলের মাঠ। উঁচু এলাকার জমির চাইতে হাওরের অনাবাদি জমিতেই এ বছর সরিষার বাম্পার ফলন হবে বলে আশা করছেন কৃষকরা। ফলে হাওরপাড়ের দরিদ্র কৃষক রবি মৌসুমে সরিষা চাষ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার প্রত্যাশা করছেন।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার সদর ইউনিয়নের বড়বন্দ, বাঘরা, সুরমা ইউনিয়নের ভুজনা, শরীফপুর, নরসিংপুর ইউনিয়নের নতুন সিরাজপুর, নাছিমপুর, দুয়ারগাঁও, মান্নারগাঁও ইউনিয়নের হাজারীগাঁও, দোহালিয়া ইউনিয়নের প্রতাপপুর, জঙ্গলশ্রী গ্রামে সরিষার চাষাবাদ হয়েছে। এরমধ্যে কালিয়াকান্দি হাওরের এবছর অনাবাদি জমিতে ব্যাপকভাবে চাষ হয়েছে উন্নত জাতের সরিষা। এবছর উপজেলায় প্রত্যন্ত এলাকায় মোট ৭৫ হেক্টর জমিতে সরিষা চাষাবাদ করা হয়েছে। প্রতিটি জমিতেই সবুজ সরিষা গাছগুলোতে হলুদ ফুলে ফুলে ভরে ওঠায় কৃষকের মুখে হাসি ফুটতে শুরু করেছে। ইতোমধ্যে সরিষা গাছগুলোতে সরিষার দানা বাঁধতে শুরু করেছে।
সদর ইউনিয়নের বড়বন্দ গ্রামের কৃষক আব্দুল জলিল জানান, এ বছরই প্রথম বারের মতো হাওরপাড়ের নিচু জমিতে সরিষা চাষ করেছেন। সরিষার ভালো ফলন পাবেন বলে আশাবাদি। বাঘরা গ্রামের কৃষাণী জাহানারা বেগম জানান, হাওরপাড়ে উঁচু জমিতে সরিষা চাষাবাদ করে আমরা লাভবান। এবছর ফলনও ভাল হবে বলে আশাবাদী। টিলাগাঁও গ্রামের কৃষক নুরুল ইসলাম জানান, এবার আবহাওয়া ভাল থাকায় জমিতে সরিষার ফলন ভাল হবে। লক্ষ্মীপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের আবুল হোসেন জানান, অত্যন্ত কম খরচে এবছর তিনি সরিষা চাষ করেছেন। সরিষার বাড়ন্ত ফুলে ভরা গাছগুলো দেখে আশান্বিত হয়েছেন সরিষা উৎপাদনে তিনি লাভবান হবেন।

পূর্ববর্তী নিবন্ধসুনামগঞ্জে স্বাস্থ্যসেবায় জনবল আছে ভবন নেই
পরবর্তী নিবন্ধউত্তরায় ৬ ঘণ্টা পর যানচলাচল শুরু