দোয়ারায় লক্ষাধিক মানুষের ভরসা বাঁশের সেতু

নুর উদ্দিন, সুনামগঞ্জ থেকে:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সীমান্তের নরসিংপুর ইউনিয়নের অন্তভুক্ত পাহাড়ী নদী সোনালী চেলায় প্রায় সাড়ে তিন লাখ টাকা ব্যায়ে নির্মাণ করা হয়েছে বাঁশের সেতু। ব্যক্তি উদ্যোগে সেতুটি নির্মাণের ফলে দুই পারের অন্তত ১০ গ্রামের লক্ষাধিক মানুষের পারাপারে সেতুটি একমাত্র ভরসা।
সোনালী চেলার মোহনায় চারি দিকে এখন বালির চর জেগে ওঠেছে। বর্ষায় যৌবন দীপ্ত থাকে এই পাহাড়ী নদী। উজান থেকে নেমে আসা প্রবাহমান পানির প্রচন্ড শ্রোতধারা তখন নয়নাভিরাম দৃশ্য এখানে মনজুড়ায়। বর্ষায় দুই পারের মানুষের পারাপার ভরসা তখন একমাত্র নৌকা। সে সময়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত পারাপার হতে প্রত্যন্ত এলাকার মানুষের। অপর দিকে শুষ্ক মৌসুমে পাল্টে যায় সোনালী চেলা নদীর দৃশ্যপট। নদীর পানি তখন শুকিয়ে যায়। দুই তীরেই বিশাল চর জেগে চারি দিকে ধু ধু মরু ভূমিতে পরিণত হয়।
স্থানীয়রা বলেন, চলতি বছরে সোনাপুর ক্বওমী মাদরাসার উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাড়ে ৪লাখ টাকায় সোনালী চেলা খেয়াঘাটের ইজারা দেন। শুধু মাত্র শুষ্ক মৌসুমে ভাসমান খেয়াপারাপারের আদলে ইজারাদার সাড়ে তিন লাখ টাকা ব্যায়ে প্রায় সহস্রাধিক ফুট বাঁশের এই সেতুটি নির্মাণ করেন। প্রায় ৬ফুট প্রস্থ সেতুটির নিচে ব্যবহার করা হয়েছে উন্নত জাতের কাঠের টুকরো। যাতে প্রতিনিয়ত মানুষ পারাপারসহ হালকা যানবাহন গুলো চলাচল করতে পারে।

পূর্ববর্তী নিবন্ধএবার ইয়েমেনে রপ্তানি হচ্ছে ওয়ালটনের তৈরি ফ্রিজ
পরবর্তী নিবন্ধদোয়ারায় নার্সারী ও সবজি চাষে সাবলম্বী বাদশাহ