দোয়ারায় প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজের ফাঁদে আটকে শ্রীঘরে যুবক

পপুলার২৪নিউজ নুর উদ্দিন ছাতক প্রতিনিধি:
পরিকল্পিতভাবে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজের ফাঁদেই আটকা পড়ে এখন শ্রীঘরে রয়েছে মানিক মিয়া(২২) নামের এক যুবক। গ্রেফতার এড়াতে গা ঢাকা দিয়েছে তার অপর দু’সহযোগী। এর মধ্যে নিজেদের ঢালা অ্যাসিডে আহত কামাল হোসেন(৩০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালিয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে দোয়ারা উপজেলার দোহালিয়া ইউনিয়নের কিত্তে রাজনপুর গ্রামে। পুলিশের হাতে আটক হয়ে শ্রীঘরে থাকা মানিক মিয়া একই ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের তোতা মিয়ার পুত্র। এ ঘটনায় এলাকা সর্বত্র চলছে

আলোচনা-সমালোচনার ঝড়। জানা যায়, কিত্তে রাজনপুর গ্রামের মৃত মাও. আব্দুল ওয়াহিদের পুত্র কামাল হোসেন(৩০)’র উপর অ্যাসিড নিক্ষেপ করার ঘটনায় তার বড়ভাই সানুর আলী বাদী হয়ে কিত্তে রাজনপুর গ্রামের দুর্জয় দেবনাথ, রিপন দেবনাথ ও চরিত্র দেবনাথকে আসামী করে অ্যাসিড অপরাধ দমন আইনে ১৩ মে দোয়ারা থানায় একটি মামলা(নং-০৮) দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ছায়েদুর রহমানের তদন্তে বেরিয়ে আসে থলের বিড়াল। অ্যাসিড মামলার স্বাক্ষ্য গ্রহনের সময় আহত কামাল হোসেনের বন্ধু মানিক মিয়া দু’হাত পেছনে রেখে স্বাক্ষ্য দিতে গেলে তদন্ত কর্মকর্তার কাছে বিষয়টি সন্দেহজনক হয়ে উঠে। এক পর্যায়ে কর্মকর্তার চাপা-চাপিতে হাত দু’টো খুলে দেখালে, আঙ্গুলের অগ্রভাগ অ্যাসিডে ঝলসানোর প্রমান পেয়ে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেন তদন্ত কর্মকর্তা। জিজ্ঞাসাবাদে মানিক মিয়া পুলিশকে জানায়, ব্যবসায়ী বিষয় নিয়ে দুর্জয়ের সাথে কামাল হোসেনের বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে দুর্জয়কে ফাঁসানোর জন্য সে, কামাল হোসেন ও তার অপর এক বন্ধু মিলে অ্যাসিড নিক্ষেপের পরিকল্পনা করে। এর অংশ হিসেবে গত ২ মে দোহালিয়া বাজারের সুকেশ আচার্য্যরে স্বর্ণের দোকান থেকে অ্যাসিডের বোতল চুরি করে আনা হয় বলে পুলিশকে জানায় সে। রাতে পরিকল্পনা অনুযায়ী দুর্জয়ের বাড়ির পাশে রাস্তায় মোটরসাইকেলে বসা অবস্থায় কামাল হোসেনের শরীরের পেছনে অ্যাসিড ঢেলে দেয় তার সহযোগীরা। এ অবস্থায় মোটরসাইকেল চালিয়ে কিছুদুর গিয়ে সড়কের পাশে সাইকেল রেখে খাদে শুয়ে চিৎকার করতে থাকে কামাল হোসেন। আশ-পাশের লোকজন আশার আগেই তার সহযোগীরা সটকে পড়ে। স্থানীয় লোকজন কামাল হোসেনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। স্থানীয়রা জানান, এ ঘটনায় আহতের বড়ভাই সানুর আলীর দায়েরী মামলার তদন্তে সত্য উদঘাটন করেন তদন্তকারী কর্মকর্তা। জড়িতদের দ্রুত গ্রেফতার ও রিমান্ডের দাবীও জানান তারা। মামলার তদন্তকারী কর্মকর্তা সোমবার ছায়েদুর রহমান বিজ্ঞ আদালতে এ ব্যাপারে তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন উলে¬খ করে তিনি জানান, পরিকল্পিতভাবে অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেরাই ফেঁসে গেছে। জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করার চেষ্টা অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমেহেরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
পরবর্তী নিবন্ধপ্রেমের টানে থাইল্যান্ড থেকে বাংলাদেশে