দোয়ারায় নার্সারী ও সবজি চাষে সাবলম্বী বাদশাহ

নুর উদ্দিন, সুনামগঞ্জ থেকে:

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বাদশাহ মিয়া নার্সারী ব্যবসা ও শীতকালীন সবজি চাষাবাদ করে এখন সাবলম্বী হয়ে উঠেছেন। পশ্চিম পাইকপাড়া গ্রামে বসত বাড়ীর আঙ্গিনায় ৬/৭ বছর আগে মাত্র ৬ শতাংশ জমিতে নার্সারী ব্যবসা শুরু করলে বর্তমানে প্রায় ৫০ একর জমিতে প্রসারিত হয়েছে তার এ ব্যবসা। নার্সারী ব্যবসায় বাদশাহ মিয়ার সফলতা দেখে এলাকার অনেকেই এখন এ পেশায় ঝুঁকছেন। স্বপ্ন দেখছেন এ ব্যবসার মাধ্যমে ভাগ্য বদলের। নার্সারির পাশাপাশী শীত কালীন সবজি চাষাবাদ করে বাদশাহ মিয়া একদিকে যেমন হয়েছেন স্বাবলম্বী, অন্যদিকে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন ওই এলাকার শতাধিক মানুষের।
বাদশাহ মিয়া জানান, জীবিকার তাগিদে সৌদি আরবে ১৭ বছর কাটিয়েছেন। সেখান থেকে ফিরে এসে বসত বাড়ীর আাঙ্গনায় তিনি নার্সারী করেন। এক বছরের মধ্যে তার সফলতা আসায় তিনি ধান চাষ না করে তিনি ব্যাপক ভাবে নার্সারী করার চিন্তা করেন। দেড় বছর পর এক বিঘা জমিতে তিনি ফলদ বাগান করেন। ভালো লাভ হওয়ায় পর্যায়ক্রমে তিনি নার্সারীর জমি এবং উদ্ভিদের ভাল জাত বাড়াতে থাকেন। দিন দিন চারার ক্রেতার সংখ্যা ক্রমেই বাড়তে থাকে। আর এভাবেই এলাকায় অঙ্কুর নার্সারির সুনাম ছড়িয়ে পড়ে। নার্সারী ব্যবসার আয় থেকে তিনি এক ছেলে খোকন মিয়াকে বিদেশে পাঠিয়েছেন। অপর ছেলে ফারুক মিয়া (শারীরিক প্রতিবন্ধী) নার্সারী ব্যবসার পাশাপাশি সবজি চাষা করে এখন সেও সাবলম্বী। ৬০ শতক ভূমিতে প্রতি বছর শীত কালীন সবজি সিম থেকে প্রায় দুই লাখ টাকা আয় করে থাকেন। বাড়ীর উঠানসহ আঙ্গিনায় লিচুর বাগান থেকে ১লাখ টাকা আয় হয়। এছাড়া প্রতি বছর নার্সারী প্রতি বছর খরচ বাদেও প্রায় ৫ লাখ টাকা আয় করে থাকেন। বর্তমানে উৎপাদিত দেশীয় জাতের সিম বিক্রি করতে শুরু করেছেন। প্রতি সপ্তাহে অন্তত ১৫ মন সিম বিক্রি করতে পারেন তিনি। প্রতি মন সিমের বাজার ধর এখন ২ হাজার টাকা।

পূর্ববর্তী নিবন্ধদোয়ারায় লক্ষাধিক মানুষের ভরসা বাঁশের সেতু
পরবর্তী নিবন্ধজগন্নাথপুরে আমনের বাম্পার ফলন