দোয়ারায় ঝরেপড়া ঠেকাতে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি যাচ্ছেন শিক্ষকরা

সুনামগঞ্জ প্রতিনিধি : দোয়ারায়বাজারে করোনাকালে দীর্ঘ সময় প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকায় প্রত্যন্ত গ্রাম এলাকার শিক্ষার্থীদের উপস্থিতি কমেছে আশঙ্কাজনক হারে। বেড়েছে ঝরেপড়া শিক্ষার্থীর সংখ্যা। এতে করে পাঠদান কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীর।
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ঝরেপড়া শিক্ষার্থীদের আবারও বিদ্যালয়মুখী করতে এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে জোরদার করা হয়েছে হোম ভিজিট কার্যক্রম। ঝরে পড়া শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা বলছেন শিক্ষকরা। হোম ভিজিট কার্যক্রম জোরদার করতে গিয়ে বাড়তি বেগ পোহাতে হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের।
শিক্ষকরা জানান, প্রাথমিকের শিক্ষার্থীরা বিদ্যালয় বিমুখ হয়ে পড়েছে। দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় পড়াশোনা, বই ও বিদ্যালয়ের সাথে অনেক শিক্ষার্থীর কোনো সম্পর্কই নেই। অনেকে বই হারিয়ে ফেলেছে, বই নষ্ট করে ফেলেছে। পড়াশোনার সাথে সম্পর্ক না থাকায় বেশিরভাগ শিক্ষার্থী নিজের নাম লিখতে পারছেনা, সাধারণ অক্ষর জ্ঞান ভুলতে বসেছে।
অভিভাবক মাহমুদুর রহমান রাসেল বলেন, সপ্তাহে দুয়েক দিন ক্লাস হওয়ার কারণে বাড়িতে এসে শিক্ষার্থীরা কখন কোনদিন ক্লাস তা বলতে পারেনা, ভুলে যায়। নিয়মিত ক্লাস হলে এ সমস্যাটা কমে আসবে।
আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জিত দেব বলেন, সিংহভাগ শিক্ষার্থী অনুপস্থিত। এসব অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা তৈরি করে বাড়িতে যাচ্ছি। ঝরেপড়া শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে অভিভাবকদের তাগিদ দিচ্ছি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা বলেন, সব শ্রেণির নিয়মিত পাঠদান কার্যক্রমের বিষয়ে সরকারি নির্দেশনা আসেনি। ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে আমরা হোম ভিজিট কার্যক্রম জোরদার করেছি।

পূর্ববর্তী নিবন্ধদোয়ারাবাজারে স্কুল ছাত্রী যৌন নির্যাতনের শিকার
পরবর্তী নিবন্ধছাতক ও দোয়ারায় প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে পোষ্টারে প্রচারণা