দোয়ারাবাজারে স্কুল ছাত্রী যৌন নির্যাতনের শিকার

সুনামগঞ্জ প্রতিনিধি : কলা খাওয়ানোর কথা বলে যৌন নির্যাতন করার অভিযোগ উঠেছে ষাটোর্ধ ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত মনোহর আলী ওরফে মনু মোল্লা দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামের বাসিন্দা। রবিবার সন্ধ্যায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে যৌন নির্যাতিত স্কুল ছাত্রী পরিবার।
অভিযোগ সূত্রে জানা যায়, নির্যাতিত ছাত্রী স্থানীয় হাইস্কুলের অষ্টম শ্রেণিতে অধ্যায়নরত। রোববার ক্লাস শেষে বাড়ি ফেরার পথে অভিযুক্ত মনু মোল্লা মেয়েটিকে ডেকে তাঁর বাড়িতে নিয়ে যায়। ঘরের ভেতরে নিয়ে তাঁকে কলা খেতে বলে। কলা খেতে রাজি না হলে মনু মোল্লা মেয়েটিকে জড়িয়ে ধরে পাশবিক নির্যাতন করতে থাকে। অবস্থা বেহাল দেখে মেয়েটি তার কবল থেকে ছুটে দৌঁড়ে পালিয়ে আসে। বাড়ি ফিরে অভিভাবকের কাছে বিস্তারিত ঘটনা জানালে তাকে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা করানো হয়।
নির্যাতিত মেয়ের অভিভাবক বলেন, আমি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। এলাকার কারো সাথে আমার বিরোধ নেই। অভিযুক্ত মনু মোল্লার বাড়ির সম্মুখ দিয়ে স্কুলে যাতায়াতের রাস্তা। রোববার স্কুল থেকে বাড়ি ফেরার পথে লম্পট মনু মোল্লার পাশবিক অত্যাচারে আমার নিষ্পাপ শিশুটির শরীরের বিভিন্ন স্থানে ছেঁচা ও জখম হয়েছে। আমি আমার সন্তানের নিরাপত্তাসহ এর সুষ্ঠু বিচার চাই।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধবন্ধ হবে অনিবন্ধিত ই-কমার্স প্রতিষ্ঠান: বাণিজ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধদোয়ারায় ঝরেপড়া ঠেকাতে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি যাচ্ছেন শিক্ষকরা