দোকান মালিক ও বনিক সমিতির সাথে মুকসুদপুর থানা পুলিশের মতবিনিময় সভা

 

মেহের মামুন ( গোপালগঞ্জ ) থেকে : গোপালগঞ্জের মুকসুদপুর থানা পুলিশ মুকসুদপুর পৌর এলাকার বনিক সমিতি, মার্কেট মালিক সমিতি, দোকান মালিক সমিতির নের্তৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে কোভিড-১৯ মহামারি সংক্রান্তে সরকার ঘোষিত নির্দেশনাবলি ও স্বাস্থবিধি প্রতিপালনের জন্য মত বিনিময় সভা করেছে। মঙ্গলবার সকালে মুকসুদপুর থানা চত্বরে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া। এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর থানার সেকেন্ড অফিসার এস আই সাইফুল ইসলাম, বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক অখিল সাহা, ব্যবসায়ী কামরুজ্জামান কামাল, পৌর সভার কাউন্সিলর বাবুল মোল্যা, মার্কেট মালিক দিপু মিয়াসহ বাজারের ব্যবসায়ী ও স্থানীয় জনপ্রতিনিধি। মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া বলেন, সকারের নির্দেশনা অনুযায়ী সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রেখে, স্বাস্থ্য বিধি মেনে বেচাকেনা করতে হবে, দোকানে বেশি ভিড় করা যাবেনা, দুরুত্ব বজায় রেখে কাষ্টমারদের দোকানে প্রবেশ করতে হবে। এছাড়াও একটা বাজার মনিটরিং কমিটি গঠন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুরে স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ধারনের ঘটনায় মামলা গ্রেফতার ১
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রি শুরু