দোকানপাট-শপিংমল রাত ৯টা পর্যন্ত খোলা

নিজস্ব প্রতিবেদক:

লকডাউনের মধ্যে রোববার থেকে রাজধানীতে দোকানপাট ও শপিং মল রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

গত ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া লকডাউনের বিধি নিষেধ শিথিল করে রোববার থেকে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল খোলা রাখা যাবে বলে জানিয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ।

ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকেও সরকারের এই সিদ্ধান্ত জানানো হয়েছিল। পরে তাতে পরিবর্তন এনে বলা হয়, রাত ৯টা পর্যন্ত দোকান ও শপিং মল খোলা রাখা যাবে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. মুনিবুর রহমান বলেন, “সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত যে সিদ্ধান্ত ছিল, তা পরিবর্তন হয়ে রোববার থেকেই রাত ৯টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে।”

দোকান মালিকরা ঈদের আগে স্বাভাবিক সময়ের মতো ব্যবসা চালিয়ে যাওয়ার দাবি জানিয়ে আসছিলেন। তারা স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতিশ্রুতিও দিচ্ছেন।

পুলিশ কর্মকর্তা মুনিবুর বলেন, চলমান বিধিনিষেধের সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর ২৯ এপ্রিল থেকে গণপরিবহনও চালু হচ্ছে।

লকডাউনে র মেয়াদ ২৮ এপ্রিলের পর আর বাড়ছে না বলে ইতোমধ্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়েছেন।

 

পূর্ববর্তী নিবন্ধকওমির ছাত্র-শিক্ষকদের রাজনীতি নিষিদ্ধ
পরবর্তী নিবন্ধ৭ বছরের সর্বোচ্চ তাপমাত্রা আজ