দোকানপাট-শপিংমল খোলা রাত ৮টা পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক:করোনা সংক্রমণ রোধে চলমান কঠোর লকডাউনের বিধি-নিষেধের মেয়াদ এক সপ্তাহ বাড়িয়েছে সরকার।  আগামী ৫ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়ে বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এছাড়া আগের মতো জরুরি সেবা দানকারী প্রতিষ্ঠান ছাড়া যথারীতি সরকারি-বেসরকারি অফিস, গণপরিবহন বন্ধ থাকবে। খোলা থাকবে শিল্প-কারখানা।

এর আগে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় প্রথমবার ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত গণপরিবহন চালু রেখে বিধিনিষেধ দেওয়া হলেও তা খুব একটা কার্যকর হয়নি। পরে ১৩টি নির্দেশনা মধ্য দিয়ে ১৪ এপ্রিল থেকে শুরু হয় এক সপ্তাহের কঠোর লকডাউন। সেই মেয়াদ শেষ হয় গত বুধবার মধ্যরাতে। তবে করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় লকডাউনের মেয়াদ ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়।

সেই মেয়াদ আজ শেষ হওয়ার কথা ছিল। এর আগেই লকডাউন  আরেক দফা বাড়িয়ে ৫ মে মধ্যরাত পর্যন্ত করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশাপলা চত্বরের ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে চেয়েছিল হেফাজত
পরবর্তী নিবন্ধকরোনা ভাইরাস নিয়ন্ত্রণে আছে: স্বাস্থ্যমন্ত্রী