দেড় বছরের শিশুকে গলা টিপে হত্যা করলো মা, থানায় আত্মসমর্পণ

সিলেট প্রতিনিধি: সিলেটে গলা টিপে নিজের দেড় বছরের শিশুকন্যাকে হত্যা করেছে তার গর্ভধারিণী মা নাজমিন জাহান। হত্যার পর সিলেট কোতোয়ালি থানায় আত্মসমর্পণ করেন তিনি।

ঘটনাটি ঘটেছে বুধবার বেলা ১১টার দিকে সিলেট নগরীর শাহপরান থানা এলাকায়। নিহত শিশুর নাম সাবিহা।

এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ।

তিনি জানান, শিশু সাবিহাকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে আসেন প্রবাসী বাবা জাকির হোসেন। ঐ সময় চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

জাকির হোসেন দীর্ঘদিন ধরে কাতার প্রবাসী হলেও মাত্র ৪ দিন আগে দেশে ফিরেছেন। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে মনে করছে পুলিশ। স্থানীয় স্কলাস্টিকা স্কুলের শিক্ষিকা নাজমিনকে পরে পুলিশ আটক করে।

পূর্ববর্তী নিবন্ধখুলনা ৫ উইকেটে হারালো ঢাকা
পরবর্তী নিবন্ধমন খারাপ কেটে যাবে ১০ মিনিটের দৌড়েই : গবেষণা