দেশ স্বাধীন হয়েছে বলেই উন্নত দেশের স্বপ্ন দেখছি আমরা: সংস্কৃতিমন্ত্রী

পপুলার২৪নিউজ ,রাজু আনোয়ার:

সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেন, দেশ স্বাধীন হয়েছে বলেই উন্নত দেশের স্বপ্ন দেখছি আমরা।

তিনি বলেন, শুধু চিকিৎসা নয়, আর্থসামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রসহ সর্বস্তরে আমরা যে অগ্রগতি অর্জন করেছি এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছি, তা সম্ভব হয়েছে কেবল বাংলাদেশ স্বাধীন হয়েছে বলেই।

শুক্রবার বিকালে রাজধানীর শ্যামলীতে ২৬০ শয্যা বিশিষ্ট সম্প্রসারিত “বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল” এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমা কে স্বপ্নের মূল কারিগর আখ্যায়িত করে নূর বলেন, বিগত দশ বছরে বাংলাদেশ অর্থনৈতিকভাবে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছে। এ উন্নয়নের পেছনে বেসরকারি খাতের অবদান অনস্বীকার্য।

মন্ত্রী বলেন, একটি দেশ তখনই উন্নয়নের পথে এগিয়ে যায়, যখন সরকারি ও বেসরকারি খাত একযোগে হাতে হাত মিলিয়ে কাজ করে।

তিনি বলেন, বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষা ও চিকিৎসার মান নিয়ে সাধারণ জনমনে প্রশ্ন রয়েছে। মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল শুধু শয্যা সংখ্যাই নয়, মানের দিকে এগিয়ে যাবে এবং চিকিৎসাসেবায় একটি অনন্য উদাহরণ সৃষ্টি করবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এম এ কবির। আরো বক্তব্য রাখেন বর্ধিত (সম্প্রসারিত) ভবন উদ্বোধন অনুষ্ঠানের আহবায়ক ডাঃ কাজী নওশাদুন নবী এবং বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড এর চেয়ারম্যান ডাঃ মাহবুবুর রহমান চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন হাসপাতালটির পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আল ইমরান চৌধুরী।

 

পূর্ববর্তী নিবন্ধনজরুল সম্রাজ্ঞী ফিরোজা বেগমের শুভ জন্মদিন কাল
পরবর্তী নিবন্ধবড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্র বিকল্প উপায়ে চালুর চেষ্টা করা হচ্ছে: সচিব