দেশে ৮ অঞ্চলের ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক:

বঙ্গোপসাগরে অবস্থান করছে অতি প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আম্ফান’। তবে এর প্রভাব এখনও বাংলাদেশের ভূখণ্ডে পড়েনি। ফলে দেশে স্বাভাবিক ঝড়-বৃষ্টি হচ্ছে।

অন্যদিকে দেশের কিছু অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। ঢাকাসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা) বয়ে যাচ্ছে।

সোমবার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

তাতে বলা হয়, ঢাকা, মাদারীপুর, রাঙ্গামাটি, নোয়াখালী, রাজশাহী, পাবনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিজলি চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

পূর্ববর্তী নিবন্ধসুপার সাইক্লোনে রূপ নিতে পারে আম্ফান
পরবর্তী নিবন্ধদেশে করোনায় আরও ২১ জনের মৃত্যু, শনাক্ত ১৬০২