দেশে স্বৈরশাসক চেপে বসেছে: মির্জা ফখরুল

পপু্লার২৪নিউজ প্রতিবেদক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে যে স্বৈরশাসক ও চক্রান্ত চেপে বসেছে- এর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই-সংগ্রাম করতে হবে।

সদ্য কারামুক্ত বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্ল্যাহ ভুলুকে নিয়ে শনিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের একথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর থেকে সরকার ও ক্ষমতাসীন দলের লোকেরা যে কক্তব্য ও কর্মকাণ্ড করছে তা আইনের শাসন বিরোধী ও আদালত অবমাননার শামিল।

তিনি বলেন, দেশের সর্বোচ্চ আদালতের রায় ও পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতে এই অনৈতিক ও অবৈধ সরকারের পদত্যাগ করা উচিত।

মির্জা ফখরুল বলেন, দেশে যে স্বৈরশাসক ও চক্রান্ত চেপে বসেছে- এর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই-সংগ্রাম করতে হবে। যতক্ষণ পর্যন্ত না গণতন্ত্র প্রতিষ্ঠা হবে ততক্ষণ পর্যন্ত এই সংগ্রাম অব্যাহত থাকবে।

তিনি বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে আমরা এই শপথ নিয়েছি।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, ঢাকা দক্ষিণ মহানগর সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান

পূর্ববর্তী নিবন্ধবিতর্কিত ধর্মগুরু রাম রহিম ভক্তদের তাণ্ডবে নিহত ৩১
পরবর্তী নিবন্ধবিন্দু কণার ‘আমি চাইলাম যারে’