নিজস্ব প্রতিবেদক
দেশে ফ্রি ট্রেড জোন স্থাপনের চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার।
বুধবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন বিডার নির্বাহী চেয়ারম্যান।
তিনি বলেন, বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। দেশি-বিদেশি বিনিয়োগকারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। রেজিস্ট্রেশন ছাড়াও অনেকেই চলে আসেন।