শুক্রবার বেলা সাড়ে ১১টায় ঢাকা হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে মাশরাফি বাহিনী।
বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হন মাশরাফি ও মুশফিকুর রহিম।
মাশরাফি বলেন, দেশের হয়ে খেলতে পেরে আমি সত্যিই গর্বিত। ওয়ানডে সিরিজটা ২-০তে জিততে পারলে আরও ভালো লাগতো। দেশের হয়ে ওয়ানডে খেলা চালিয়ে যাওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন মাশরাফি।
তিনি বলেন, ভুল শুধরে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করবো।
মুশফিক বলেন, অবশ্যই মাশরাফি ভাইকে মিস করবো। তিনি আমাদের অভিভাবকের মতো। আমরা অভিভাবককে হারালাম। আমরা বা পরবর্তীতে যারা টি ২০তে খেলবে তারা ভালো করলেই মাশরাফি ভাই খুশি হবেন।
তিনি বলেন, টেস্টে আমরা অনেক ভালো করেছি। সময়ের সঙ্গে আরও উন্নতি করবো।
শ্রীলংকা সফরে টেস্ট, ওয়ানডে ও টি ২০ সিরিজ ড্র করে টাইগাররা। নিজেদের শততম টেস্ট ম্যাচে জয়লাভ করে বাংলাদেশ।
এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয় ১-১ এ সমতায়।
এদিকে তিন ম্যাচ সিরিজের ওয়ানডের প্রথমটিতে জয় পেয়ে সিরিজ জয়ের ইঙ্গিত দিয়েছিল মাশরাফি বাহিনী। কিন্তু দ্বিতীয়টি বৃষ্টিতে পরিত্যক্ত হয় আর তৃতীয়টিতে স্বাগতিকদের কাছে হেরে ১-১ এ সমতায় শেষ হয় ওয়ানডে সিরিজ।
এদিকে দুই ম্যাচ টি ২০ সিরিজ ১-১ এ ড্র হয়। প্রথম ম্যাচের আগে টি ২০ ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দেন মাশরাফি।
জানান শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় টি ২০ হবে তার আন্তর্জাতিক টি ২০ ক্যারিয়ারের শেষ ম্যাচ।
ওই ম্যাচে হারলেও মাশরাফির বিদায়ী ম্যাচে জয় ছিনিয়ে এনেছে টাইগাররা। মাশরাফির বিদায়কে স্মরণীয় করে রেখেছে বাংলাদেশ।