দেশে প্রথম ই-কমার্স ফেয়ার

 পপুলার২৪নিউজ প্রতিবেদক:

প্রথমবারের মতো ই-কমার্স শপ অর্থাৎ অনলাইনের সব বিক্রেতা প্রতিষ্ঠানকে নিয়ে এক ছাদের নিচে শুরু হচ্ছে বাংলাদেশ অনলাইন ফেয়ার ২০১৭। ধানমণ্ডি ২৭ নম্বরের হোয়াইট হলে ১৭ সেপ্টেম্বর থেকে ৫ দিনব্যাপী এই মেলা চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। ১৭ সেপ্টেম্বর রবিবার সকাল সাড়ে ১০টায় মেলার উদ্বোধন করবেন প্রযুক্তিবিদ মোস্তফা জব্বার। মেলায় মোট ৫০টি ই-কর্মাস প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলার আয়োজক বাংলাদেশ অনলাইন বিজনেস ফোরাম। মেলাতে থাকছে দেশি ও বিদেশি কাপড়, কসমেটিক্স, জুয়েলারি, মেন্স কালেকশন, ফার্নিচার, লেদার প্রোডাক্ট। আর ও থাকছে হ্যান্ডিক্রাফট এর দারুণ দারুণ সব ক্রিয়েটিভ আইটেম। বাচ্চাদের জন্য থাকছে কিডস কালেকশন।

মেলা জমজমাট করার জন্য আয়োজক প্রতিষ্ঠান থেকে নানা রকম উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে কেনাকাটায় ৫% থেকে শুরু করে ৫০% পর্যন্ত ছাড়। ৩০০ টাকার পণ্য কিনলে মেয়েদের জন্য থাকছে ফ্রি মেহেদী।

১০০০ টাকার একটি পণ্য কিনলেই পাচ্ছেন ৫০-৮০ টাকার একটি ফ্রি ফুড কুপন। যেই কুপনটি দিয়ে আপনি মেলার যেকোনো ফুড স্টল থেকে যে ফুডটি পছন্দ হয় খেতে পারবেন। থাকছে ফ্রি ফটোশুটের সুবিধা।

পূর্ববর্তী নিবন্ধজবির ‘ই’ ইউনিটের ফল প্রকাশ
পরবর্তী নিবন্ধখালেদা জিয়াকে ৫ অক্টোবর আদালতে হাজিরের নির্দেশ