দেশে চালের অভাব নেই: খাদ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি দেশে চালের অভাব নেই। বর্তমানে দেশে চালের সর্বোচ্চ মজুত রয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জে ওএমএস কার্যক্রম সম্প্রসারণের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, সারাদেশে একযোগে দুই হাজার ৩৬০ ডিলারের মাধ্যমে ওএমএস কার্যক্রম শুরু করেছি। খাদ্যবান্ধব কর্মসূচিতে ৫০ লাখ ১০ হাজার ৫০৯টি পরিবারকে প্রতি মাসে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল দেওয়া হবে।

তিনি আরও বলেন, ডিসি-এসপিদের নির্দেশ দেওয়া আছে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আমার দপ্তরের কেউ করলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিয়ে আমরা জিরো টলারেন্সে থাকি। ব্যবসায়ীরা যদি অধিক মুনাফার আশায় যদি কোনো জায়গার কিছু করে সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমাদের চালের কোনো সংকট নেই।

এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল ও জেলা খাদ্য নিয়ন্ত্রক (দায়িত্বপ্রাপ্ত) আসমা উল হুসনাসহ বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধনিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেতে কয়েক মাস ধৈর্য ধরুন: প্রতিমন্ত্রী
পরবর্তী নিবন্ধবিএনপি পুলিশকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে: ওবায়দুল কাদের