দেশে করদাতা ১ কোটিতে উত্তীর্ণ করা হবে

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

বর্তমানে সারাদেশে ২২ লাখ লোকের মতো কর দিচ্ছে। যা আগামীতে ১ কোটিতে উত্তীর্ণ করা হবে।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেট আলোচনায় তিনি এ কথা বলেণ। এর আগে অর্থমন্ত্রী প্রথা অনুযায়ী প্রধানমন্ত্রীর সঙ্গে সংসদ অধিবেশন কক্ষে যান। এরপর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্ব অধিবেশন শুরু হয়।
তিনি আরো বলেন, আমরা কর বাড়াবো না। করদাতা বৃত্তি করবো। যাতে সবাই কর দেয়। সেই ব্যবস্থা করা হবে।
অধিবেশনের শুরুতেই স্পিকারের অনুমতিসাপেক্ষে বাংলাদেশের বাজেট ইতিহাস নিয়ে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন শুরু করেন অর্থমন্ত্রী।
বাজেট পেশের অনুমতি নিয়ে প্রথমে ২০১৮-১৯ অর্থবছরের সম্পূরক বাজেট পেশ করছেন। এরপর শুরু করবেন ‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ: সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ শীর্ষক ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন।
এবারের বাজেটের আকার ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা, যা জিডিপির ১৮ দশমিক ১ শতাংশ। এবারের বাজেটে বড় আকারের ব্যয় মেটাতে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৭৭ হাজার ৮১০ কোটি টাকা। এটি জিডিপির ১৩ দশমিক ১ শতাংশের সমান। বিদায়ী অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্য হচ্ছে ৩ লাখ ৩৯ হাজার ২৮০ কোটি টাকা। নতুন বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৩৮ হাজার ৫৩০ কোটি টাকা বেশি ধরা হয়েছে।
এটি অর্থমন্ত্রী হিসেবে মুস্তফা কামালের প্রথম বাজেট। আর বাংলাদেশের ৪৮তম, আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয়বার ক্ষমতায় আসার পর চলতি মেয়াদের প্রথম ও টানা ১১তম বাজেট।

পূর্ববর্তী নিবন্ধনতুন অর্থবছরের বাজেটে ইসি পাচ্ছে প্রায় ২ হাজার কোটি টাকা
পরবর্তী নিবন্ধসারাদেশে ৫০৩টি মডেল প্রাথমিক বিদ্যালয় করবে সরকার