দেশের ১৬ অঞ্চলে ঝড়ের আভাস

নিউজ ডেস্ক:

আবহাওয়া অধিদপ্তর দেশের ১৬ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে। দুপুরের মধ্যে ঝড়ের সম্ভাবনা রয়েছে, এজন্য এসব জেলার নদীবন্দরগুলোকে সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এমনটি জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রাজশাহী, দিনাজপুর, পাবনা, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এ জন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদোষী সেনা সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: আইএসপিআর
পরবর্তী নিবন্ধসুইডেনে প্রথম এমপক্স ভাইরাস শনাক্ত