‘দেশের মানুষ ক্ষমতা দীর্ঘস্থায়ী করার চুক্তি মানবে না’

পপুলার২৪নিউজ ডেস্ক:

কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম বলেছেন, অবৈধ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সঙ্গে দেশবিরোধী চুক্তি করেছেন। এই চুক্তিতে দেশের মানুষের কোনো সম্মতি নেই। বাংলাদেশে জিয়ার সৈনিকরা বেঁচে থাকতে এই গোলামী চুক্তি বাস্তবায়ন হতে দেবে না।

স্থানীয় সময় রবিবার বিকেলে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনের পার্শ্ববর্তী ক্যামব্রিজের দারুল কাবাব রেস্তোঁরায় নিউ ইংল্যান্ড বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নিউ ইংল্যান্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সোহরাব এইচ খানের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির সাবেক সাংসদ ও ছাত্রনেতা নাজিম উদ্দিন আলম আরো বলেন, “ভারতের সঙ্গে নতজানু হয়ে প্রতিরক্ষা বিষয়ক সমঝোতায় যে গোলামীর স্বাক্ষর করেছেন বাংলাদেশের জনগণ সেটি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। তারা এ চুক্তি বাস্তবায়ন হতে দেবে না। ” তিনি বলেন, “ভারতকে মনে রাখতে হবে তাদের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বিশেষ একটি রাজনৈতিক দল তাদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য করেছে। এ চুক্তিতে দেশের সম্মতি নেই। জনগণ এ চুক্তি বাস্তবায়ন হতে দেবে না। ”

নাজিম উদ্দিন আলম আরো বলেন, “ভারত পাকিস্তানের চেয়েও ভয়াবহ একটি দেশ। ভারত তাদের পছন্দের দল পছন্দের শাসককে আজীবন ক্ষমতায় রাখতে চায়, যার কারণে তাদের ইচ্ছামতো ব্যবহার করছেন। তারা মনে করে বাংলাদেশের স্বাধীনতা তাদের দয়ার দান। কিন্তু তারা জানে না বাংলাদেশ নেপাল, ভুটান, সিকিম নয়। বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে নিজস্ব স্বকীয়তায়। ” চুক্তির এই দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলে উল্লেখ করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধবন্ধুত্ব আছে অটুট
পরবর্তী নিবন্ধমুফতি হান্নানের ফাঁসি কার্যকরের চিঠি কারাগারে