দেশের পথে সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকা

নিজস্ব প্রতিবেদক:

চীন থেকে কেনা সিনোফার্মের প্রথম ও দ্বিতীয় ব্যাচের ২০ লাখ ডোজ টিকা দেশের পথে রওনা হয়েছে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট প্রথম ব্যাচের ১০ লাখ এবং ৭টা ৪৫ মিনিটে দ্বিতীয় ব্যাচের ২০ লাখ ডোজ টিকা নিয়ে বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার পথে রওনা হয়েছে।

ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

প্রথম ব্যাচের ১০ লাখ ডোজ টিকা আজ শনিবার (১৭ জুলাই) রাত ১১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।

সে সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থেকে টিকাগ্রহণ করবেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান শনিবার দুপুরে এ তথ্য জানান।

এর আগে চীনের উপহার হিসেবে দেয়া সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা ১২ মে এবং ছয় লাখ ডোজ টিকা ১৩ জুন ঢাকায় পৌঁছায়।

এরপর সিনোফার্মের আরও ১০ লাখ ডোজ টিকা ২ জুলাই দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

রাজধানীসহ সারাদেশের হাসপাতালে চীন সরকারের উপহার দেয়া সিনোফার্মের টিকাদান কার্যক্রম শুরু হয় ১৯ জুন।

চলতি বছরের ৭ মে সিনোফার্মের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরপর দেশেও এ টিকা ব্যবহারের অনুমোদন দেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধএবার ইভ্যালির লেনদেনে বিকা‌শের নি‌ষেধাজ্ঞা
পরবর্তী নিবন্ধকাল কারখানায় থেকেই টিকা পাবেন গাজীপুরের পোশাক শ্রমিকরা