পপুলার২৪নিউজ জেলা প্রতিনিধি :
দেশের উত্তরাঞ্চলে বন্যায় ভয়াবহ অবস্থা। ওইসব অঞ্চলের মানুষ ঘড়বাড়ি ছেড়ে উচু স্থানে আশ্রয় নিয়েছে।
একদিকে জায়গার অভাব, খাদ্যের অভাব। অন্যদিকে সাপের ভয়ে ঘুম নেই বন্যার্তদের। ইতোমধ্যে দেশের কিছু স্থানে সাপের কামড়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে।দেশের বন্যাকবলিত এলাকাগুলোতে পানি ছড়িয়ে থাকায় বিষধর সাপও উষ্ণ স্থানে অবস্থানের চেষ্টা করছে। আর এতে দেখা যাচ্ছে বন্যাকবলিতদের আশ্রয়স্থলেই সাপের উপদ্রব বেড়েছে। ফলে সারারাত সাপ আতঙ্কে থাকতে হচ্ছে তাদের।
লালমনিরহাট হাতীবান্ধা উপজেলার সানিয়াজান গ্রামের মনছুর আলী জানান, তার স্ত্রী দুই সন্তানকে নিয়ে গত কয়েকদিন ধরে হাঁটু পানিতে বসবাস করছেন। এতে তারা সারারাত সাপ আতঙ্কে ঘুমাতে পারেন না।
এদিকে বন্যায় ভারতীয় সীমান্ত থেকে বিষধর প্রজাতির সাপও প্রচুর সংখ্যক তিস্তা দিয়ে ঢুকে পড়েছে বলে ধারনা করা হচ্ছে। বিচরণকারী সাপের মধ্যে ঢোঁড়া ও গোখরা সাপের প্রাদুর্ভাব বেশি।