দেশীয় চলচ্চিত্রে বিদেশী তারকা

রাজু আনোয়ার: ঢালিউডের চলচ্চিত্রে রয়েছে সোনায় মোড়ানো একটি অতীত। যে ছবির নাম নিলে বুক ভরে ওঠে গর্বে। পাকিস্থান আমল থেকেই উর্দু ছবির সাথে তাল মিলিয়ে নির্মিত হত বাংলা ছবি। একটা সময় ছিল যখন এখানকার সিনেমা দেশে-বিদেশে ব্যাপক সাড়া জাগাতো। সেই শুরু থেকেই বাংলাদেশের সিনেমায় অভিনয় করেছেন বিভিন্ন দেশের জনপ্রিয় অনেক অভিনেতা-অভিনেত্রী। ১৯৭২ সালে ভারতীয় অভিনেতা বিশ্বজিৎ এর ঢাকার ফিল্মে অভিনয়ের মধ্যে দিয়ে দেশীয় সিনেমায় বিদেশীদের অভিনয়ে অভিষেক ঘটে।
১৯৭২ সালে মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত মমতাজ আলীর ‘রক্তাক্ত বাংলা’ ছবিতে ভারতের অভিনেতা বিশ্বজিৎ এর অভিনয়ের মাধ্যমে ঢালিউডের সিনেমায় বিদেশীদের অভিনয়ের যাত্রা শুরু। এতে একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেন বিশ্বজিৎ। এরপর মাসুদ পারভেজ পরিচালিত ‘এপার ওপার’ ছবিতে ১৯৭৫ সালে অভিনয় করেন ভারতের নায়িকা সোমা মুখার্জি।
এ দেশের প্রথম যৌথ প্রযোজনার ছবি ‘দূরদেশ’-এর মধ্য দিয়ে বড় সাফল্য পেয়েছিলেন মুম্বইয়ের শশীকাপুর ও শর্মিলা ঠাকুর। এরপর যৌথ প্রযোজনায় ‘বিরোধ’ ছবিতে রাজেশ খান্না এবং সুপারস্টার মিঠুন চক্রবর্তী।ঢাকার হাসান ইমাম ও কলকাতার শক্তি সামন্ত এর পরিচালনায় ১৯৮৫ সালে মিঠুন ‘অবিচার’ ছবিতে বেশ সাড়া ফেলেছিলেন। এতে তার নায়িকা ছিল রোজিনা।
মঞ্চ নাটকের প্রাণপুরুষ ভারতের শক্তিমান অভিনেতা উৎপল দত্ত ১৯৭৬ সালে অভিনয় করেন দুই বাংলার যৌথ প্রযোজনার ‘পালংক’ ছবিতে।ছবিটি পরিচালনা করেন কলকাতার চিত্র নির্মাতা রাজেন তরফদার। একই বছর কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সন্ধ্যা রায় অভিনয় করেন রাজেন তরফদারের ‘পালংক’ সিনেমায়। ১৯৮৭ সালে তিনি আবার অভিনয় করেন কাজী জহিরের ‘ফুলের মালা’ ছবিতে ।
ভারতের নায়িকা জয়শ্রী ১৯৭৬ সালে অভিনয় করেন আলমগীর কবির পরিচালিত ‘সূর্যকন্যা’ ছবিতে। একই নির্মাতার ‘সীমানা পেরিয়ে’ ছবিতে ১৯৭৭ সালে, ‘রূপালি সৈকতে’ ১৯৭৯ সালে এবং ১৯৮০ সালে সিবি জামানের ‘পুরস্কার’সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেন তিনি। আফগান নায়ক ওয়াহিদ ১৯৭৭ সালে অভিনয় করেন প্রখ্যাত নির্মাতা তনয় মুশতাক নির্মিত ‘বন্দিনী’ ছবিতে। তার নায়িকা ছিলেন ববিতা।
মার্কিন অভিনেতা জন নেপিয়ার এডামস ১৯৮০ সালে অভিনয় করেন কাজী হায়াৎ পরিচালিত ‘দি ফাদার’ ছবির নাম ভূমিকায়। ছবিতে তার মেয়ের চরিত্রে ছিলেন সূচরিতা। তাদের লিপে ছিল হেমন্ত মুখোপাধ্যায়ের বিখ্যাত ‘আয় খুকু আয়’ গানটি।শক্তিমান নায়ক নাদিম তৎকালীন পূর্ব পাকিস্থানে অভিনয় শুরু করেন। দেশ স্বাধীনের পর পশ্চিম পাকিস্থান গিয়ে সেখানে নিয়মিত অভিনয় করেন তিনি।পাকিস্থানের নাদিম ১৯৮৩ সালে এহতেশামের ‘দূরদেশ’ ছবিতে অভিনয় করেন। পরে তিনি বলবান,শক্তিসহ আরো কয়েকটি ঢাকার ছবিতে অভিনয় করেন।
জয়াপ্রদা, রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ , ঋতুপর্ণা ভারতের গুনী এই চার অভিনয়শিল্পী ১৯৮৪ সালে অভিনয় করেন ঢালিউড অভিনেত্রী শাবানা প্রযোজিত ও মনোয়ার খোকন পরিচালিত ‘আমি সেই মেয়ে’ ছবিতে। ঋতুপর্ণা সেন গুপ্ত এরপর ‘স্বামী কেন আসামী’ ‘রাঙাবউ’ ছটকু আহমদের ‘শেষ যুদ্ধ’ নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘এক কাপ চা’ আলমগীরের ‘একটি সিনেমার গল্প’ সহ অনেক ছবিতে অভিনয় করেন। ‘মনের মানুষ’ ছবিতে অভিনয় করে বেশ সুনাম অর্জন করেন প্রসেনজিৎ।
পাকিস্থানি অভিনেতা ফয়সাল অভিনয় করেন ১৯৮৩ সালে ঢাকার ছবি ‘মিস লংকা’ তে । এতে তার নায়িকা ছিলেন ববিতা। বলিউডের প্রখ্যাত অভিনেত্রী আয়শা জুলখা ১৯৯৫ সালে অভিনয় করেন হেলাল খান প্রযোজিত ও অভিনীত ‘আশা আমার আশা’ ছবিতে। কলকাতার প্রখ্যাত অভিনেত্রী শতাব্দী রায় ১৯৮৩ সালে অভিনয় করেন ফজলে আহমেদ বেনজীর পরিচালিত ‘প্রতিরোধ’ ছবিতে। এরপর আরো কিছু ঢালিউডের ছবিতে অভিনয় করেন তিনি।
পারভীন ববি,রাজ বাব্বর, শশী কাপুর, শর্মিলা ঠাকুর- বলিউডের প্রখ্যাত এই চার অভিনয় শিল্পী ১৯৮৩ সালে অভিনয় করেন মধুমিতা মুভিজের প্রযোজনায় এহতেশাম পরিচালিত যৌথ আয়োজনের ‘দূরদেশ’ ছবিতে। ছবিটি বাম্পারহিট হয়। ভারতের আলোচিত অভিনেত্রী পাওলি দাম ২০১৬ সালে হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্তা’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন।
কলকাতার অভিনেতা জিৎ ২০১৬ সালে জাজের ‘বাদশা’ ২০১৭ সালে জাজের ‘বস টু’ ২০১৮ সালে জাজের ‘সুলতান’ ছবিতে অভিনয় করেন। এছাড়া রুপা গাঙ্গুলী অভিনয় করেন ‘পদ্মা নদীর মাঝি’, শুভশ্রী করেন ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ‘নবাব’ ‘চালবাজ’ সিনেমায়। শ্রাবন্তী ‘শিকারী’ ‘ভাইজান এলোরে’ চলচ্চিত্রে। পায়েল ‘ভাইজান এলোরে’ ছবিতে। অংকুশ আমি শুধু চেয়েছি তোমায়’ ‘আশিকী’ ‘ওম অঙ্গার’ , তাপস পাল প্রান সজনী সহ কয়েকটি চলচ্চিত্রে। আরো অভিনয় করেন ইন্দ্রানী সেন, রিয়া সেন, রাভিনা,পর্নোমিত্র প্রমুখ।
সম্প্রতি ঢাকার সিনেমায় কাজ করেছেন কলকাতার সোহম, ইন্দ্রনীল, পরমব্রত, হিরণ, অঙ্কুশ, ওম ও উড়িষ্যার একজন নায়ক। প্রসেনজিৎ কাজ করছেন ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবি গৌতম ঘোষের ‘শঙ্খচিল’চলচ্চিত্রে।

 

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুরে শেখ ফজিলাতুন্নেছা মডেল মহিলা মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন
পরবর্তী নিবন্ধফখরুলসহ ৮ নেতার জামিন স্থগিত চেয়ে আবেদন নিষ্পত্তি