দেশকে ধ্বংস করতে চায় পাকিস্তান: হানিফ

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
28পাকিস্তান বিএনপি-জামায়াতকে দিয়ে বাংলাদেশকে ধ্বংস করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেন, বিএনপি-জামায়াত পাকিস্তানের প্রেতাত্মা।
তারা পাকিস্তানের হয়ে কাজ করছে। পাকিস্তান বিএনপি-জামায়াতকে দিয়ে বাংলাদেশকে ধ্বংস করতে চায়। বিএনপি-জামায়াত অশুভ শক্তি। শনিবার ঢাকা মহানগর নাট্যমঞ্চে যুবলীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আওয়ামী লীগের আগামী সোমবারের জনসভার প্রস্তুতি হিসেবে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ এ সভার আয়োজন করে। মাহবুব-উল আলম হানিফ বলেন, আজ উন্নয়নের সব ক্ষেত্রেই পকিস্তানকে পেছনে ফেলে এগিয়ে গেছে বাংলাদেশ। বাংলাদেশের এ উন্নতি, এ উন্নয়ন পাকিস্তানের ভালো লাগছে না। তাই বিএনপি-জামায়াতকে দিয়ে তারা বাংলাদেশকে ধ্বংস করতে চায়। পাকিস্তানের হয়ে ধ্বংসাত্মক কাজ করছে বিএনপি-জামায়াত।

বিএনপির উদ্দেশ্যে হানিফ বলেন, বিএনপি বিগত নির্বাচন শুধু বর্জনই করেনি, সংবিধানের ধারাবাহিকতা রক্ষার সে নির্বাচনকে প্রতিহত করতে মানুষ হত্যা করেছে, জ্বালাও-পোড়াও করেছে। এদেশের জনগণ আর সন্ত্রাস দেখতে চায় না। সন্ত্রাস পরিহার করুন। তা না হলে আগামী নির্বাচনে এদেশের মানুষ আবারো আপনাদেরকে উচিত শিক্ষা দেবে। বিএনপি নেতা মওদুদ আহমদের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, আমরা বার বার বলেছি, ০৫ জানুয়ারির নির্বচন সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার নির্বাচন। এ নির্বাচন না হলে এদেশে সাংবিধানিক শূন্যতা তৈরি হতো। সে শূন্যতার সুযোগ নিয়ে অশুভ শক্তি ক্ষমতা দখলের সুযোগ পেতো। তাহলে কি আপনারা চেয়েছিলেন, অশুভ শক্তি ক্ষমতা দখল করুক?

হানিফ বলেন, আমরা সব সময় বলি, ০৫ জানুয়ারির নির্বাচনে ৪২ শতাংশ ভোট পড়েছে। আপনারা নির্বাচনে আসেননি, জনগণকে ভোট দিতে আসতে বাধা দিয়েছেন। আপনাদের যারা ভোটার, তারা ভোট দেননি। আপনারা নির্বাচনে এলে আপনাদের ভোট দিয়ে ৭০ শতাংশ ভোট পড়তো। আপনারা আসেননি, আওয়ামী লীগের ভোট আওয়ামী লীগ পেয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাঈল চৌধুরী সম্রাট। বক্তব্য দেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সহ সভাপতি আনোয়ার ইকবাল সান্টু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক, দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধজলঢাকায় প্রতিপক্ষের আঘাতে বৃদ্ধ নিহত
পরবর্তী নিবন্ধবিএসএমএমইউতে আগুন নয়, ভ্যাকুয়াম এয়ারপ্ল্যান্টের ধোঁয়া