বিনোদন ডেস্ক:
ওপার বাংলার অন্যতম জনপ্রিয় জুটি দেব ও কোয়েল। একসঙ্গে তারা দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য ছবি। বহু আইটেম গানের প্রিয় মুখও তারা। একটা সময় দেব-কোয়েল মানেই যেন ছিল ‘মন মানে না’, ‘পাগলু’, ‘ও মধু’র মতো মিউজিক ভিডিও। সে সময় জনপ্রিয়তার তুঙ্গে থাকা এই জুটিকে আজও ভুলতে পারেনি মানুষ।
অনেকদিন ধরেই একসঙ্গে কোনো ছবিতে কাজ করেননি দেব ও কোয়েল। ফলে আলোচনাও নেই তেমন এই জুটিকে নিয়ে। তবে হঠাৎই তাদেরকে একসঙ্গে দেখে একরকম আবেগাপ্লুত হয়ে পড়ল তাদের অনুরাগীরা। সামাজিক মাধ্যমে তাদেরকে একসঙ্গে নতুন করে দেখে কেউ কেউ যেন শৈশবে ফিরে গেলেন।
কিন্তু দেব ও কোয়েল- এ দুজন যেন এখন দুই প্রান্তের মানুষ। দেব ব্যস্ত রয়েছেন তার নতুন ছবির প্রযোজনায়, অপরদিকে কোয়েল হয়েছেন খানিকটা সংসারী। দ্বিতীয়বারের মতো সন্তানের মা হওয়ার পর অনেকদিনই কাজের বাইরে কোয়েল। কিন্তু এত সবের মাঝেও একসঙ্গে দেখা গেল দেব ও কোয়েলকে। যদিও কোনো নতুন সিনেমার কাজে নয়, একটা বড় আয়োজনের সুবাদে।
রোববার দিনব্যাপী উদযাপন হলো সরস্বতী পূজা। এদিন কোয়েলের বাড়িতে যেমন ছিল নানা আয়োজন, তেমনি দেবের ও ছিল লম্বা কাজের সিডিউল। দুইজনের ব্যস্ততার মাঝেও দেখা হলো দুজনের।
সুরিন্দরের অফিসেও সরস্বতী পূজার আয়োজন করা হয়। সেখান থেকে দুজন ক্যামেরাবন্দি হয়ে তাক লাগিয়ে দিলেন অনুরাগীদের। আর অনুরাগীরা সেই ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে লিখলেন, ‘শৈশবে ফিরে গেলাম’!
বলা বাহুল্য, একটা সময় টিভি পর্দা খুললেই দেখা যেতো ওপার বাংলার এই লাভ কাপলকে। এরপরও অনুরাগীরা আশাবাদী, খুব শীঘ্রই হয়ত একসঙ্গে জুটি বেঁধে ছবি আনবেন তারা। জানা গেছে, খুব তাড়াতাড়ি কাজে ফিরবেন কোয়েল মল্লিক। তবে সঙ্গে দেব থাকবেন কি না, তা নিশ্চিত নয়।