নিজস্ব প্রতিবেদক:
বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান বিনয়ী ছিলেন উল্লেখ করে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, আমাদের দুর্ভাগ্য যে, তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ দিতে পারলাম না। একসঙ্গে আপিল বিভাগে বসতে পারলাম না।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নাজমুল আহাসানের জানাজায় যোগ দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
স্মৃতিচারণ করে প্রধান বিচারপতি বলেন, বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের ডাক নাম ছিল মিজান। আমরা তাকে মিজান ভাই বলে ডাকতাম। আমাদের সঙ্গে প্রায় তিন দশক থেকে পরিচয়। আমরা যখন আইনজীবী সমিতির দুই নম্বর হলরুমে বসতাম কখনও দেখিনি তিনি উচ্চস্বরে কথা বলেছেন। তিনি অত্যন্ত বিনয়ী মানুষ ছিলেন।
এসময় প্রধান বিচারপতি নাজমুল আহাসানের জন্য দোয়া কামনা করেন। তিনি বলেন, নাজমুল আহাসান প্রগ্রেসিভ মাইন্ডের ছিলেন। তিনি মানুষকে মূল্যায়ন করতেন। আইনজীবী থাকাকালীন তার কাছ থেকে কোনো ক্লায়েন্টকে পয়সার জন্য ফিরে যেতে দেখিনি। আত্মীয়স্বজনের মতো সাধারণ ক্লায়েন্টদের সঙ্গে তিনি একই আচরণ করতেন।
এফ আর এম নাজমুল আহাসান সম্প্রতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। কিন্তু শপথ নেওয়ার আগেই তিনি মারা যান। শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি করোনা আক্রান্ত ছিলেন।