দুর্বৃত্তের হুমকি, লিওনেল মেসি কি তাহলে আর্জেন্টিনায় যাবেন না?

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির জন্মস্থান রোজারিও। যেখানে তার অধিকাংশ আত্মীয়-স্বজনরা থাকেন। বড়দিনের উদযাপনটা তিনি অধিকাংশ সময় এখানেই আত্মীয়-স্বজনদের সঙ্গে করার চেষ্টা করেন। কিন্তু বৃহস্পতিবার ভোর রাতের ঘটনার পর মেসির সতীর্থ ও বন্ধুরা বিষয়টিকে ভিন্নভাবে দেখছে। তারা এই বিষয়টিকে লিওনেল মেসির জন্য হুমকি মনে করছে।

এ বিষয়ে লিওনেল মেসির আর্জেন্টাইন সতীর্থ, বর্তমানে রোজারিও নিউওয়েলস ওল্ড বয়েজের কোচ গ্যাব্রিয়েল হেইঞ্জ বলেছেন, ‘এই হামলাটা আসলে সব কিছুর ওপর হয়েছে। এরকম হামলা ও হুমকি কেবল মেসি নয়, যেকাউকেই শঙ্কায় ফেলবে, দ্বিতীয়বার ভাবতে বাধ্য করবে। নিজের জন্মস্থান থেকে বিচ্ছিন্ন করে দিবে। সবাই বিষয়টি নিয়ে খুব আলোচনা করছে, কারণ এটি মেসির সঙ্গে সম্পৃক্ত। আর্জেন্টিনায় এরকম আরও অনেকের সঙ্গে হচ্ছে। এই ধরনের ন্যাক্কারজনক হামলা ও হুমকির কারণে মেসি আর্জেন্টিনাকে এড়িয়ে চলতে পারেন। আর্জেন্টিনায় নাও আসতে পারেন।’

সে রাতে হামলাকারীরা আর্জেন্টিনার রোজারিও শহরে লিওনেল মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর পরিবারের মালিকানাধীন রোজারিওর সুপারমার্কেটে এলোপাতারি ১৪টি গুলি ছোড়ে। এবং একটি চিরকুট রেখে যায়। যেটাতে লেখা ছিল, ‘মেসি, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। পাবলো ইয়াভকিন (রোজারিওর মেয়র) নিজেই মাদক চোরাচালানকারী। সে তোমাকে বাঁচাতে পারবে না।’

রোজারিও শহরটি আর্জেন্টিনার সবচেয়ে দুর্বৃত্তপণা ও সহিংসতাপূর্ণ। সত্যি সত্যিই যদি রোজারিওর মেয়র মাদক চোরাকারবারীদের সঙ্গে সম্পৃক্ত হন তাহলে নিজ জন্মস্থানে তাকে নিরাপত্তা দিবে কে? নিজের জন্মস্থানে আতঙ্ক নিয়ে থাকার মতো মানুষ তো নন লিওনেল মেসি। তার মতো ভদ্র ও শন্তিপ্রিয় মানুষ দুর্বৃত্তদের এই হুমকির বিষয়টি কিভাবে দেখেন এবং কি সিদ্ধান্ত নেন সেটাই দেখার বিষয়।

 

পূর্ববর্তী নিবন্ধপাটখাত বিকাশে সমন্বিত কার্যক্রম নিতে হবে: শিল্পমন্ত্রী
পরবর্তী নিবন্ধঅক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ: প্ল্যান্ট মালিকসহ ১৬ জনকে আসামি করে মামলা