জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, দুর্নীতি বন্ধ করার জন্য আমরা আইন-কানুন সংস্কার করে গতি বাড়াচ্ছি। আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। দুর্নীতি একবারে দমন করা দুরহ কাজ। একাজে পদে পদে বাঁধাগ্রস্থ হচ্ছি।
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নবনির্মিত কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, তবে দুর্নীতি দমনে আমরা পরাজিত হই নাই। আইন প্রয়োগের সময় আইনের ফাঁক-ফোকর গলিয়ে অপরাধীরা অনেক সময় পার পেয়ে যায়।
তিনি বলেন, এটা শুধু এ সরকারের সময় নয়, দুর্নীতিবাজরা বৃটিশ আমল, পাকিস্তান আমলেও বেরিয়ে যেত এখনও বেরিয়ে যায়। দুর্নীতির দায় থেকে বেরিয়ে যাওয়া গ্রহণযোগ্য নয়, এটা বন্ধ করতে হবে। দুর্নীতি কমানো যাচ্ছে বলেই অর্থনীতিতে সাড়ে আট ভাগ প্রবৃদ্ধি অর্জন করা গেছে। আমাদের মাথাপিছু আয় বেড়েছে। দুর্নীতি দমনে আমাদের প্রচেষ্টা অব্যহত রয়েছে।
মন্ত্রী আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।