দুর্নীতি করবো না,কাউকেও করতে দেব না: পাটমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক :

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক বলেছেন, আমি নিজেও দুর্নীতি করবো না অন্যকেও করতে দেব না।

রোববার দুপুরে আশুলিয়ার নয়ারহাট এলাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটারে) নবীনবরণ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

গোলাম দস্তগীর গাজী বলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয় থাকবে দুর্নীতিমুক্ত। এ মন্ত্রণা লয়ের কেউ দুর্নীতি করতে পারবে না। এ মন্ত্রাণলয়ের কোনো কর্মকর্তা ও কর্মচারীরা দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, পাটের সোনালী আঁশ আবারও ফিরে আসবে। সারা দেশে এখন মানুষ প্লাস্টিক বর্জন করেছে, দেশে প্লাস্টিক ব্যবহার করায় পাটের দুর্যোগ নেমে এসেছিল। নতুন আইটেম ও নতুন ডিজাইন দিয়ে পাটের পণ্য তৈরি করতে হবে।

নবীনবরণ অনুষ্ঠানে এ সময় বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন, বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান, নিটারের অধ্যক্ষ ড. মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধআল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মাসিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধভারতের লোকসভা নির্বাচন শুরু ১১ এপ্রিল