দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন করে বড় হতে চাই না : গণপূর্তমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, আমি দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন করে বড় হতে চাই না। আমি নির্বাচনের আগে বলেছি,এখনও বলি আমি চাকরিতে বা অন্য কোনো ক্ষেত্রে ঘুষ বাণিজ্য বা টিআর কাবিখার টাকার ভাগ নিয়ে অর্থ উপার্জন করতে চাই না। রাজনীতি করে টাকা নেয়া মানে আমি দুর্বৃত্তের নীতি মনে করি।

রোববার দুপুরে উপজেলার বাকসী রাজলক্ষ্মী শিক্ষা ও স্বাস্থ্য ফাউন্ডেশনের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এসব কথা বলেন।

শ ম রেজাউল করিম বলেন, আমি পৃথিবীতে একমাত্র আল্লাহ ও তারপরে আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া অন্য কাউকে ভয় পাই না। স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, আমার দরজা নেতাকর্মীদের জন্য সব সময় খোলা আছে।

তিনি বলেন, এ দেশটি কোনো একক সম্প্রদায়ের না। মায়ানমারে বৌদ্ধরা সেখানে মুসলমানদের পুড়িয়ে ও নির্যাতন করে হত্যা করেছে তার মানে বিশ্বের সব বৌদ্ধরা হত্যাকারী বা খারাপ লোক না। গুটিকয়েক বিপথগামী সেনা কর্মকর্তা আমার প্রিয় নেতা জাতির পিতাকে হত্যা করেছিল। তার মানে সেনাবাহিনী এর জন্য দায়ী নয়। বিশেষ লোক খারাপ হলে ওই সম্প্রদায়ের সব লোককে খারাপ বলা যাবে না।

তিনি বলেন, গত জোট সরকারের সময় ২০০১ সালে এই নাজিরপুরে হিন্দুদের ওপর ব্যাপকভাবে নির্যাতন করা হয়েছে। এদেশের হিন্দুরা কারো অনুকম্পায় বাস করেন না।

এ সময় আগের এমপিকে ইঙ্গিত শ ম রেজাউল করিম বলেন, সে সময় এখানে ব্যাপক ঘুষ, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্য হয়েছে। কলারদোয়ানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নান্না মিয়ার কাছ থেকে ৮ কোটি টাকার জাহাজ নিতে চাইলেও তা তিনি পারেননি।

পূর্ববর্তী নিবন্ধঢাকা ও যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষার তারিখ পরিবর্তন
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত