দুর্ঘটনার শিকার ব্যক্তির ক্ষতিপূরণ ফান্ড গঠনে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক:

সড়ক দুর্ঘটনার শিকার ব্যক্তি বা তার উত্তরসূরিদের জন্য সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৫৩ ও ৫৪ ধারা অনুযায়ী কেন ক্ষতিপূরণ ফান্ড গঠনের নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ রুল জারি করেন। রুলের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার ভৌমিক।

পূর্ববর্তী নিবন্ধদেশ এগিয়ে যাচ্ছে বলেই বিএনপির গাত্রদাহ: কাদের
পরবর্তী নিবন্ধসঞ্চয়পত্র কিনতে মিথ্যা তথ্য দিলে জেল-জরিমানা