পপুলার২৪নিউজ ডেস্ক:
গত ২৯ মার্চ ভোররাতে দুর্ঘটনার পরে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় প্রথম কাদের ফোন করেছিলেন এবং দুর্ঘটনা সম্পর্কে তাদের কী বলেছিলেন তা জানবে পুলিশ৷ বিক্রমের মোবাইলের কললিস্ট ঘেঁটে পুলিশ জানার চেষ্টা করছে সেই রাতে দুর্ঘটনার পরে প্রথমে কাদের ফোন করেছিলেন৷ পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পরে তাঁদের কী জানিয়েছিলেন এবং ঘটনা সম্পর্কে পুলিশের কাছে কী বয়ান দিয়েছেন বিক্রম তা মিলিয়ে দেখা হবে৷ ইতিমধ্যেই বিক্রমের থেকে জানতে চাওয়া হয়েছে তিনি ঘটনার পরে কাদের ফোন করেছিলেন৷
পুলিশ মনে করছে, দুর্ঘটনার পরে ফোন করে বিক্রম ঘটনা সম্পর্কে কী জানিয়েছিলেন তদন্তের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ৷ তাই যাদের ফোন করেছিলেন বিক্রম তাদের জিজ্ঞাসাবাদ করবে পুলিশ৷ প্রয়োজনে বয়ান রেকর্ড করা হতে পারে৷ সবপক্ষের বয়ান মিলিয়ে দেখার পরেই স্পষ্ট হবে বিক্রম কিছু গোপন করছেন কিনা৷ এদিকে, মঙ্গলবার রাতে প্রায় সাড়ে তিন ঘণ্টার জেরার পর্বে তাঁর কাছে জানতে চাওয়া হয়, ওই রাতে সোনিকার সাথে দেখা হওয়ার সময় থেকে দুর্ঘটনা পর্যন্ত কী কী হয়েছিল৷
মঙ্গলবার রাতে পুলিশ বিক্রমের কাছে জানতে চায় তিনি ঘটনার রাতে মদ্যপান করেছিলেন কিনা৷ জবাবে তিনি দাবি করেন, মদ্যপান করলেও নিয়ন্ত্রণেই ছিলেন৷ ঘটনার পরে বিক্রম প্রথমে দাবি করেছিলেন, একটি গাড়িকে জায়গা দিতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে৷ বিক্রম এদিন দাবি করেন, ট্রাম লাইনে গাড়ির চাকা পিছলে যাওয়ায় দুর্ঘটনা ঘটেছে৷ ফলে বিক্রমকে জেরা করে পুলিশ সন্তুষ্ট নয়, তাঁকে ফের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে বলে সূত্রের খবর৷