দুপুরে শিরোপা লড়াইয়ে মাঠে নামবেন সালমারা

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

নারী এশিয়া কাপ টি-টোয়েন্টিতে আজ শিরোপা লড়াইয়ে মাঠে নামবেন সালমারা। দুপুর ১২টায় ফাইনালে ভারতের মুখোমুখি হবেন বাঘিনীরা। খেলাটি সরাসরি স্টার স্পোর্টস-১ চ্যানেলে দেখা যাবে।

মালয়েশিয়াকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠলেন বাংলাদেশের মেয়েরা। আফগানদের কাছে টাইগারদের দুঃসহ হোয়াইটওয়াশ স্মৃতিতে বরাবরই হাসির ঝলক এনে দিচ্ছিলেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। এশিয়া কাপের হাতছানির স্বপ্নে বিভোর হয়ে আছে দেশ। কেননা এর আগে এই ভারতকেই বধ করেছিলেন লাল-সবুজে ঘেরা প্রমীলারা।

রবিন রাউন্ড লিগ পদ্ধতির টি-টোয়েন্টি এশিয়া কাপের শুরু থেকেই চমক দেখিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের পর ভারতকেও হারিয়ে দেয় তারা। পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে মালয়েশিয়াকে ৭০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠে দাপুটে বাংলাদেশ।

আজ দলের শামীমা, আয়শা, ফাহিমা ও সালমাদের ধারাবাহিক পারফরম্যান্সেই হয়তো প্রথম শিরোপা ঘরে তুলতে পারে বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমারকে চাপ দিতে পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর আহ্বান
পরবর্তী নিবন্ধঈদযাত্রার প্রথম দিনেই ট্রেনের শিডিউল বিপর্যয়