দুদক চেয়ারম্যানের হঠাৎ পরিদর্শন

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ হঠাৎ করেই নিজ কার্যালয় পরিদর্শন করেন। সে সময় বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থলে না পেয়ে বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেন।
দুদক সূত্র জানায়, আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ইকবাল মাহমুদ কমিশনের চতুর্থ ও পঞ্চম তলায় পরিদর্শনে বের হন। ওই সময় বেশ কিছু কর্মকর্তা-কর্মচারীকে তাঁদের কর্মস্থলে পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের তদারককারী কর্মকর্তারাও তাঁদের অফিসে না থাকার বিষয়টি জানতেন না। সে কারণে চেয়ারম্যান ক্ষোভ প্রকাশ করেন। এ বিষয়টি খতিয়ে দেখতে সংস্থার মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনির চৌধুরীর নেতৃত্বে একটি কমিটি গঠন করে দেন।
গত বছরের মার্চে দায়িত্ব নিয়েই প্রায় নিয়মিতভাবে কার্যালয় পরিদর্শন করতেন। ওই সময় বিপুলসংখ্যক কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেন।
সূত্র জানায়, দায়িত্বে অবহেলা, ঠিক সময়ে অফিসে হাজির না হওয়া, যথাসময়ে সভায় হাজির না হওয়া, টেবিলে ফাইল ফেলে রাখা, দরজা খুলে কোথাও চলে যাওয়া ইত্যাদি কারণে শোকজ করেন চেয়ারম্যান। এ ছাড়া নির্ধারিত সময়ে প্রতিবেদন দাখিল না করা, যথাযথ তথ্যসহ সংশোধিত প্রতিবেদন দাখিল না করা, ফাইল আটকে রাখা, অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিদের হয়রানি করা ইত্যাদি কারণেও শোকজ করা হয়।

ওই সময় দুদক চেয়ারম্যানের এ অভিযানের কারণে দুদক কার্যালয়ে শৃঙ্খলা ফিরে আসে। তবে সাম্প্রতিক সময়ে কিছু কর্মকর্তা-কর্মচারীর মধ্যে আবারও একধরনের শৃঙ্খলা-শৈথিল্য দেখা যায়। সে কারণে আবারও ঝটিকা পরিদর্শনে নেমেছেন দুদক চেয়ারম্যান।

পূর্ববর্তী নিবন্ধইন্দোনেশিয়ায় ট্রাম্পকে নিয়ে কথা বলতে মানা!
পরবর্তী নিবন্ধট্রাম্পের বিরুদ্ধে একজোট হচ্ছে জার্মানি-জাপান-চীন!