দুদক ক্যান্সারের মতো, যাকে ধরে তাকে ছাড়ে না: দুদক চেয়ারম্যান

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

দুর্নীতিবাজদের সতর্ক করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ‘দুদক হলো ক্যান্সারের মতো, একবার যাকে ধরে তাকে শেষ করে ফেলে। দুদকের মামলা মানুষকে শেষ করে ফেলে।’

বুধবার দুদকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষসহ ব্যবসায়ীদের সঙ্গে এ মতবিনিময়ের সময় এসব কথা বলেন।

খেলাপি ঋণের ক্ষেত্রে দুদকের ব্যবস্থা নেয়ার সুযোগ নেই উল্লেখ করে ইকবাল মাহমুদ বলেন, ব্যাংক থেকে সঠিক প্রক্রিয়ায় ঋণ নিয়ে তা খেলাপি হয়ে গেলে দুর্নীতি দমন কমিশনের কিছু করার নেই। তবে জালিয়াতি করে ঋণ নিলে দুদক ব্যবস্থা নেবে।

দুদক চেয়ারম্যান বলেন, ব্যাংক থেকে ঋণ নেয়ার পর সেটার খেলাপি হলে আত্মসাৎ বলা যাবে না। এক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষ ওই লোকটিকে বিশ্বাস করার দায়ভার বহন করবে। এখানে দুদক কোনো পদক্ষেপ নেবে না। তবে ঋণের নামে যখন আত্মসাতের প্রসঙ্গ উঠবে তখনই দুদক ব্যবস্থা নেবে।

পূর্ববর্তী নিবন্ধজনগণ চায় দৃশ্যমান উন্নয়ন: রওশন
পরবর্তী নিবন্ধযাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু