দুদক কর্মকর্তা পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ, আটক দুই

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ :

রাজধানী ঢাকার হাজারীবাগ থেকে ভুয়া দুই ‘দুদক কর্মকর্তাকে’ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-২ (র‌্যাব)।

শনিবার মুঠোফোনে আটকের বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব।

র‍্যাব জানান, তারা নিজেদের দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। এরপর দুর্নীতি মামলার ভয় দেখিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে টাকা আদায় করতেন।

র‌্যাব আরও জানায়, ওই দুই ব্যক্তির প্রতারণার কাজে ব্যবহার করা বিকাশ হিসাবসহ ২২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এ বিষয়ে বেলা ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিং হওয়ার কথা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধভূমিকম্পে কেঁপে উঠল সিলেট
পরবর্তী নিবন্ধএসএসসি ও সমমানের পরীক্ষা শুরু