দুদকের শুভেচ্ছাদূত হলেন সাকিব

পপুলার২৪নিউজ প্রতিবেদক :

দুর্নীতি দমন কমিশনের (দুদক) শুভেচ্ছাদূত হলেন বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। রবিবার দুদক কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে তাকে দুই বছরের জন্য শুভেচ্ছাদূত করা হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য জানিয়েছেন।

গত বছরের ১১ সেপ্টেম্বর দুদক কার্যালয়ে আসেন সাকিব আল হাসান। ওই সময় দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ তাকে শুভেচ্ছাদূত হওয়ার প্রস্তাব দেন।

দুদক চেয়ারম্যানের প্রস্তাবে ওই দিনই সম্মতি জানিয়েছিলেন সাকিব আল হাসান।

এর পাঁচ মাস পর আজ আনুষ্ঠানিকভাবে সাকিবকে দুদকের শুভেচ্ছাদূত করা হল।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে গুলিবিদ্ধ হয়ে ২ পুলিশ কর্মকর্তা নিহত  
পরবর্তী নিবন্ধখালেদা জিয়াকে জেলকোড অনুসারে ডিভিশন দেয়ার নির্দেশ