দুই সপ্তাহে বাংলাদেশে দুই লাখ ৭০ হাজার রোহিঙ্গা

পপুলার২৪নিউজ ডেস্ক:

মিয়ানামারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর থেকে প্রাণ বাঁচাতে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানরা পালিয়ে দলে দলে বাংলাদেশে আশ্রয় নিচ্ছে।

গত দুই সপ্তাহে বাংলাদেশে এই শরণার্থীর সংখ্যা প্রায় ২ লাখ ৭০ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর)।

শুক্রবার সংস্থাটির মুখপাত্র ভিভিয়ান তান শরণার্থীদের এ সংখ্যার কথা জানান।

এর আগে বৃহস্পতিবার তিনি জানিয়েছিলেন, প্রায় ১ লাখ ৬৪ হাজার শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

মাত্র একদিনের ব্যবধানে শরণার্থীর সংখ্যা এত বেড়ে গেল কেন তার ব্যাখ্যায় তিনি জানান, সীমান্ত এলাকার অনেক নতুন নতুন জায়গায় শরণার্থীদের সন্ধান পাওয়ার কারণে এ সংখ্যা বেড়েছে।

তিনি বলেন, এমনটি মনে করার কারণ নেই আগের দিনের চেয়ে বাড়তি শরণার্থীরা গত ২৪ ঘণ্টায় এসে পৌঁছেছেন। বরং আমরা এমন সব জায়গায় শরণার্থীদের থাকার বিষয়টি শনাক্ত করেছি যেখানে শরণার্থী থাকার বিষয়টি আগে জানতে পারিনি।

ভিভিয়ান তান বলেন, এত বেশি সংখ্যক শরণার্থীর বিষয়টি আশংকাজনক, এর আসল মানে হলো তাদের জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং মিয়ানমারের পরিস্থিতির বিষয়টি জরুরি ভিত্তিতে তুলে ধরতে হবে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ সীমান্তে আসছে মালয়েশীয় সেনাদের ত্রাণ মিশন
পরবর্তী নিবন্ধমেক্সিকোতে ৮.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৫