দেশের বিভিন্ন বন্যাদুর্গত এলাকার পরিবারগুলোতে পানিতে ডুবে শিশু মৃত্যু আতঙ্ক বিরাজ করছে। গত দুই সপ্তাহে পানিতে ডুবে ৩৭ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে এক থেকে সাত বছর বয়সী শিশুর সংখ্যাই বেশি। শিশু ছাড়াও পানিতে ডুবে মারা গেছেন এক বৃদ্ধও। স্বাস্থ্য অধিদপ্তরের ন্যাশনাল ক্রাইসিস ম্যনেজমেন্ট সেন্টার ও রোগ নিয়ন্ত্রণ সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বন্যার পানিতে ডুবে মৃত শিশুদের মধ্যে কুড়িগ্রামে চারজন, সিরাজগঞ্জে পাঁচজন, গাইবান্ধায় সাতজন, জামালপুরে ১৬ জন, মৌলভীবাজারে দুজন ও কক্সবাজারে তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া পানিতে ডুবে মারা যান ৮০ বছরের বৃদ্ধ জানু মিয়া। তার বাড়ি জামালপুরের বকশিগঞ্জে।
এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তরের ন্যাশনাল ক্রাইসিস ম্যনেজমেন্ট সেন্টার ও রোগ নিয়ন্ত্রণ কক্ষের ইনচার্জ ডা. আয়েশা আক্তার বলেন, বন্যাদুর্গত এলাকায় মোট ১১৪৪টি টিম কাজ করছে। এসব এলাকায় মোট ১৭৮২ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।